বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি ২০২৫
৮ ফাল্গুন ১৪৩১
দুদক ও দুপ্রকের আয়োজনে কুমিল্লায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ১২:৫৭ এএম |

 দুদক ও দুপ্রকের আয়োজনে কুমিল্লায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

গতকাল সোমবার কুমিল্লায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কবি নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা দুর্নীতি  প্রতিরোধ কমিটির (দুপ্রক)  উদ্যোগে আয়োজিত বিতর্ক  প্রতিযোগিতায় ৮টি  মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যায়ের আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ১ম পর্বে জনগণের সম্মিলিত সচেতনতাই পারে দুর্নীতি প্রতিরোধ করতে, ২য়পর্বে  নৈতিক ও  সুশিক্ষার গুরুত্বই  পারে  সুনাগরিক গড়তে এবং চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীগণ দুর্নীতি প্রতিরোধে তথ্যের অবাধ প্রবাহই প্রধান চালিকা শক্তি- বিষয়ে পক্ষে,বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন। দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় ১৬৯ পয়েন্ট পেয়ে কুমিল্লা জিলা স্কুল চ্যাম্পিয়ন এবং ১৩৮ পয়েন্ট পেয়ে বাখরাবাদ গ্যাস উচ্চ বিদ্যালয় রানার আপ হয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় সেরা বক্তার পুরষ্কার লাভ করেন কুমিলা জিলা স্কুলের শিক্ষার্থী সৃহৃদয় মিত্র। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর   রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। জেলা দুর্নীতি দমন কমিশনের   উপ-পরিচালক মোঃ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা দুপ্রক সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান, সহ-সভাপতি রোটারিয়ান দিলনাশি মোহসেন। বিতর্ক প্রতিযোগিতার আহবায়ক বদরুল হুদা জেুন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা দুপ্রক সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান বলেন, অর্পিত দায়িত্বে অবহেলা করাও দুর্নীতি। তিনি বলেন, দুর্নীতি রোধে সকলকে সচেতন থাকতে হবে। তিনি ২০৪১ সালের স্মার্ট জ্ঞান নির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় বর্তমান নতুন প্রজন্মের শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানান। তিনি বলেন, বিতর্কের মাধ্যমে যুক্তিনির্ভর, আত্মমর্যাদা ও সম্মানবোধের সৃষ্টি হয়। যুক্তিসঙ্গত কাজে স্বচ্ছতা ও ন্যায়বোধ জাগ্রত হয়। তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিটি নাগরিক যথাযথ দায়িত্ব পালনে এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন। দিনব্যাপী  অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মুহাম্মদ শফিকুর রহমান, রোটারিয়ান দিলনাশি মোহসেন, অধ্যাপক বিজয় কৃষ্ণ রায়, আইরিন মুক্তা অধিকারী, রোকেয়া বেগম শেফালী, মাহমুদ আক্তার ও  অশোক কুমার বড়–য়া। উলেখ্য দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন কর্তৃক দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার অংশ হিসেবে কুমিল্লায় উপজেলা ও জেলা পর্যায়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা জেলা উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে।












সর্বশেষ সংবাদ
জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
রিলেতে ৩২ বছরের রেকর্ড ভাঙলেন শিরিনরা
ছয় রেকর্ড আর নৌবাহিনীর শ্রেষ্ঠত্বে শেষ জাতীয় অ্যাথলেটিকস
সেল্টিকের স্বপ্নভঙ্গ, অন্তিম মুহূর্তে গোল দিয়ে শেষ ষোলোয় বায়ার্ন
উত্তেজনার ম্যাচে মিলানকে বিদায় করে ফেইনুর্ডের জয়যাত্রা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল গ্রেপ্তার
নাঙ্গলকোটে চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে সোপর্দ
কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকায় অগ্নিকাণ্ডে ৪ টা দোকান ভস্মীভূত
কুমিল্লা দক্ষিণ জেলা ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলেরকমিটি ঘোষণা
আয়নাঘরের চেয়ারে একদিন হাসিনাকে বসাবো
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২