প্রদীপ মজুমদার : কুমিল্লার লালমাইয়ে বিদেশি মদ ও ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার
৩ জুন গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমাই থানার অফিসার ইনচার্জ
আব্দুল্লাহ আল মাহফুজের নির্দেশে এসআই জামিল মিঞার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান পরিচালনা করেন পুলিশ। অভিযানকালে ৮ বোতল বিদেশি মদ ও আটানব্বই
পিচ ইয়াবা ট্যাবলেটসহ কবির হোসেন নামক একজনকে গ্রেফতার করা হয়।
জানা
যায়, গ্রেফতারকৃত আসামী কবির হোসেন উপজেলার বাগমারা উত্তর ইউনিয়ন উত্তর
ধনপুর গ্রামের মৃত. আব্দুল খালেকের ছেলে। দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ের
সাথে জড়িত। পূর্বেও তার নামে একাধিক মাদক ও চুরি মামলা রয়েছে।
লালমাই
থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, এই বিষয়ে লালমাই থানায়
একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন
করা হয়েছে।