বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২
বেনজীর অন্যায় করলে বিধান অনুযায়ী বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: রোববার, ২ জুন, ২০২৪, ১২:৩৫ এএম |

 বেনজীর অন্যায় করলে বিধান অনুযায়ী বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ অপরাধ করে থাকলে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে এবং তার দায় পুলিশ নেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বেনজীর দেশের বাইরে আছেন কি-না এ ব্যাপারে নিশ্চিত নন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
শনিবার (১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) ছাত্রলীগ আয়োজিত মাদরাসাশিক্ষার্থীদের অংশগ্রহণে ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বেনজীর আহমেদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি যদি অন্যায় করে থাকেন এবং অন্যায় ভাবে ধন-সম্পদ গড়ে তোলেন, আমাদের দেশের বিধান অনুযায়ী বিচার করা হবে। কি দোষ করেছেন, কি করেনি তা এখনও আমাদের কাছে সুস্পষ্ট তথ্য নেই। আমরা এগুলো তদন্ত করছি সে দোষী না নির্দোষ। এখন তদন্তের পর বলা যাবে কি পরিমাণ অর্থ বানিয়েছেন বা কোনটির তথ্য দেয়নি বা কি পরিমাণ কর ফাঁকি দিয়েছেন। সেটি আমাদের যে ডিপার্টমেন্ট রয়েছে তারা তা অনুসন্ধান করছে। অনুসন্ধানের পর এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে।’
তদন্ত চলমান অবস্থায় তিনি বিদেশ চলে যেতে পারেন কি-না; এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাকে তো আমরা নিষেধাজ্ঞা দেইনি। তিনি দেশে আছেন কি-না এটি জেনে কথা বলতে হবে। এখন পর্যন্ত তার দেশে থাকা না থাকা নিয়ে সুনিশ্চিত নই।’
আইজিপির এমন কর্মকা-ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে; এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটি তার ব্যক্তিগত বিষয়। আমাদের পুলিশ বাহিনী অনেক কষ্ট করে। জঙ্গি-সন্ত্রাস দমন, কোভিডসহ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা জীবন বাজি রেখে কাজ করেছে। কোনো ব্যক্তি অপরাধ করলে তার দায় প্রতিষ্ঠান নেয় না।’
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হত্যাকা-টি যেহেতু ভারতে হয়েছে আর মূল মামলাটি ভারতে। তাই তারাই হত্যাকা-ের মূল তদন্ত করবে। এছাড়া ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দিবিনিময় চুক্তি আছে। মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরাতে ভারত সরকার যুক্তরাষ্ট্রে আবেদন করতে পারবে। তারা যদি আমাদের সম্পৃক্ত করে তাহলে আমরা তাদের সহযোগিতা করব।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘হত্যাকা-ের সঙ্গে জড়িত এবং সহযোগিতাকারী সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। নেপালে একজন পালিয়ে গেছে। তবে সে কোথায় আছে সেটা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তদন্ত হচ্ছে। তাকে ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
প্রতিযোগিতা শেষে অতিথিরা সেরা ১০ প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন।














সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২