চৌদ্দগ্রাম
 প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের সড়ক দুর্ঘটনায় মোঃ সাগর(৩৫)) নামে এক 
ট্রাক চালক নিহত হয়েছেন। তিনি পাবনা জেলার সদর উপজেলার পূর্ব আগরপুর 
গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। গতকাল শনিবার তথ্যটি  নিশ্চিত করেছেন 
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসেন। 
স্থানীয় ও হাইওয়ে 
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক উপজেলা 
পদুয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মালবোঝাই ট্রাক(ঝিনাইদহ ট-১১-০৮০৩) 
চট্টগ্রামমুখী অজ্ঞাতনামা চলন্ত গাড়ির পিছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের 
সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ট্রাক চালক মোঃ সাগর নিহত হন। 
মিয়াবাজার
 হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক সাইদুল হক বলেন, ‘দুর্ঘটনা কবলিত মালবাহী 
ট্রাক ও নিহত চালক সাগরের লাশ হাইওয়ে থানায় আনা হয় ও আইনি প্রক্রিয়া শেষে 
স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়’। 
                                                                                
