বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫
৩ মাঘ ১৪৩১
কুমিল্লায় হোমিওপ্যাথি ঔষধের জটিল রোগের কর্মশালা
বশিরুল ইসলাম
প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪, ১:২০ এএম |


 কুমিল্লায় হোমিওপ্যাথি ঔষধের জটিল রোগের কর্মশালা
কুমিল্লায় হোমিওপ্যাথি ঔষধের জটিল রোগের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ০৫ মে (রবিবার) কুমিল্লা মহানগরীর কান্দিরপাড়স্থ গোল্ডেন স্পুন রেস্টুরেন্ট এন্ড কনভেনশন সেন্টার, জাহাঙ্গীর জমজম টাওয়ারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন  এবং মেডিসিন প্লান্টস এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশনাল কাউন্সিল ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে  আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ। বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সভাপতি ডা: এস এ এম রেজা-উর রহিম এর সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক সালমা সিদ্দিকা, কুমিল্লা হ্যানিম্যান হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো: সাইফুল ইসলাম, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এর সহ সভাপতি ডা: মো: আলী হোসেন, চাঁদপুরের  আদর্শ হোমিও প্যাথি কলেজের অধ্যক্ষ ডা: মো: আতাহার আলী, নাঙ্গলকোট বাদশা আমেনা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: আব্দুল্লাহ মোতালেব, কুমিল্লা হ্যানিম্যান হোমিওপ্যাথি মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক ও ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক রোটারিয়ান ডা. আবদুছ ছাত্তার ভূইয়া (মহিউদ্দিন) । অনুষ্ঠানটি সঞ্চালন করেন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল ডা: মাহবুব হাফিজ। অতিথিরা হোমিওপ্যাথি ঔষধের জটিল রোগের ভূমিকা বিষয়ক কর্মশালায় হোমিওপ্যাথিকের জটিল ও কঠিন রোগের চিকিৎসাসহ বাস্তবজীবনের উদাহরণ তুলে ধরে আগত অতিথিরা বক্তব্য দেন। এসসময় বক্তারা বলেন, কিছু রোগ অন্যান্য ঔষধে কাজ না করলেও হোমিও প্যাথি ঔষধ ঠিকই কাজ করে। হোমিও প্যাথি ঔষধ অন্যান্য ঔষধের তুলনায় অতি দ্রুত কাজ করে। পূর্বে মানুষের ধারণা ছিল হোমিও প্যাথিক ঔষধ আস্তে আস্তে কাজ করে। এটি ভুল ধারণা। বরং হোমিও প্যাথিক ঔষধ অন্যান্য ঔষধের তুলনায় দ্রুত কাজ করে। কিছু রোগ আছে এগুলো সকল ধরনের ঔষধ ধীরে ধীরে কাজ করে। তাই দিন দিন হোমিওপ্যাথিক ঔষধের ব্যবহার ও পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আসুন আমরা সকলে হোমিওপ্যাথিক ঔষধের ব্যবহার ও শিক্ষাকে এগিয়ে নিয়ে যাই। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করি। হোমিও প্যাথিক ঔষধ চিকিৎসা সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভবিষ্যতে ও করবে। সকলের অংশগ্রহনে হোমিওপ্যাথিক চিকিৎসা জাতীয় ও রাষ্ট্রীয় উন্নয়নে আরো বেশি ভূমিকা রাখবে।















সর্বশেষ সংবাদ
শাহরাস্তিতে গমখাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
লাকসাম মহিলা এতিমখানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেবিদ্বারে দুই দিনব্যাপী নারী উদ্যোগতা মেলার উদ্বোধন
তিতাসে ভুট্টা খেত নষ্ট করার প্রতিবাদ করায় কিষাণীকে পিটিয়ে রক্তাক্ত জখম
ব্রাহ্মণপাড়ায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
কুমিল্লার দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’অন্যতম সদস্য মাইনুদ্দিন আটক
দুটি পিস্তল ও ধারালো অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক
কুমিল্লা মেডিকেল ছেড়ে কোথায় গেলো শিশুটি?
কুমিল্লায় দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২