শুক্রবার ৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২
ব্রাহ্মণপাড়ায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
প্রকাশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ১২:৪৪ এএম |

  ব্রাহ্মণপাড়ায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
ইসমাইল নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নে যৌতক লোভী স্বামীর বিরোদ্ধে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী মোঃ সুমন (৪৫) কে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানাপুলিশ । এ বিষয়ে নিহতের মা ঝরনা বেগম ২১ এপ্রিল ব্রাহ্মণপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৮ বছর পূর্বে শিদলাই ইউনিয়নের লাড়ুচৌ গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মোঃ সুমন (৪৫) এর সাথে কসবা থানার সৈয়দাবাদ গ্রামের শিউলি আক্তার (৩৫) এর সাথে পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকে স্ত্রী শিউলি আক্তারের সাথে স্বামী সুমন এর যৌতকসহ নানা বিষয় নিয়ে পারিবারিকভাবে কলহ লেগে থাকতো। এছাড়া বিবাদী সুমন বিয়ের পর থেকে যৌতুকের জন্য শিউলি আক্তারের কাছে নানাভাবে চাপ সৃষ্টি করতো। গত ২ মাস পূর্বে শিউলি আক্তার তার বাবার বাড়ি থেকে ৮০ হাজার টাকা এনে স্বামী সুমনের জন্য একটি ষাড় গরু কিনে দেয়। এতেও সুমন ক্ষান্ত হয়নি। এরই ধারাবাহিকতায় গত ১৯ এপ্রিল শুক্রবার রাতে স্বামী সুমন তার স্ত্রীর উপর টাকার জন্য অনেক অত্যাচার করে। পরেরদিন সুমন তার স্ত্রীর বাড়িতে জানায় শিউলি আক্তারের জ্বর হয়েছে। শিউলি আক্তারের মা তাদের বাড়িতে গিয়ে মেয়েকে না দেখে খুঁজাখুজির এক পর্যায়ে সুমনের বাড়ির পশ্চিম পাশে মাজু মিয়ার ডোবার মধ্যে শিউলি আক্তারকে ওড়না দিয়ে দুই পা বাধা মৃত অবস্থায় উদ্ধার করে। পরে ব্রাহ্মণপাড়া থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে নিহত শিউলি আক্তারের মা ঝরনা বেগম (৪৮) থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এবিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ডুবা থেকে নিহতের লাস উদ্ধার করে শোরতহাল শেষে কুমেক হাসপাতালে প্রেরণ করেছি। এবং অভিযান চালিয়ে ঘাতক স্বামীকে গ্রেফতার করি।     














সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২