কুমিল্লায় অস্ত্র ও কার্তুজসহ মো. নাইম (২৪) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
কুমিল্লা নগরীর উত্তর কালিয়াজুরি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৭ এপ্রিল) বিকেলে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার মো. নাইম কুমিল্লা নগরীর উত্তর কালিয়াজুরি এলাকার মো. তপন মিয়ার ছেলে।
অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে উত্তর কালিয়াজুরি এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় মো. নাইমকে আটক করে তল্লাশী করলে একটি এলজি গান ও এক রাউন্ড কার্তুজ পাওয়া যায়।তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে নাইম কুমিল্লার বিভিন্ন স্থানে অস্ত্র দেখিয়ে বিভিন্ন অপরাধ পরিচালনা করছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে কুমিল্লা জেলা কোতয়ালী মডেল থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে পুলিশে দেওয়া হয়েছে।