বুধবার ২৩ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২
দুই লাখের বেশি ভারতীয় অ্যাকাউন্ট বাতিল করলো এক্স
প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ৮:০৪ পিএম |

দুই লাখের বেশি ভারতীয় অ্যাকাউন্ট বাতিল করলো এক্স দুই লাখের বেশি ভারতীয় অ্যাকাউন্ট সাসপেন্ড করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। ভারতের নির্বাচন সামনে করে নীতি বহির্ভূত ও ক্ষতিকারক কনটেন্টের বিস্তার রোধ করার লক্ষ্যে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি সম্প্রতি এ পদক্ষেপ নিয়েছে।
এক্স প্রকাশিত মাসিক এক রিপোর্ট অনুসারে, ২৬ ফেব্রুয়ারী থেকে ২৫ মার্চের মধ্যে ২ লাখ ১২ হাজারটিরও বেশি অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। অ্যাকাউন্টগুলো নীতি বহির্ভূত কনটেন্ট ও কর্মকাণ্ড প্রচারে জড়িত ছিল বলেও  রিপোর্টে উল্লেখ করা হয়।
এছাড়া একই সময়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাসবাদ প্রচারের কারণে আরও ১ হাজার ২৩৫টি অ্যাকাউন্ট চিহ্নিত করে নিষিদ্ধ করা হয়েছে। একসাথে এতগুলো অ্যাকাউন্ট বাতিল বা নিষিদ্ধের প্রাথমিক কারণ হিসেবে শিশু যৌন নিপীড়ন এবং হয়রানিমূলক নগ্নতা প্রচারের কথা বলা হয়েছে।
টেক্সট, ইলাস্ট্রেশন তথা আঁকা ছবি বা কম্পিউটারে তৈরি ছবি অথবা অন্যান্য মাধ্যম যা কোনো ধরনের যৌন নিপীড়নমূলক বিষয়বস্তু প্রচার করে এমন যেকোনো উপাদানের প্রতি ‘জিরো-টলারেন্স’ তথা শূন্য সহনশীলতার নীতির ওপর জোর দিচ্ছে এক্স।
উক্ত বিষয়ে ব্যবহারকারীদের অভিযোগকে আমলে নিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা গত ২৬ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চের মধ্যে ভারতের ব্যবহারকারীদের কাছ থেকে ৫ হাজার ১৫৮টি অভিযোগ পেয়েছে।
এরপর এই অভিযোগগুলো অবিলম্বে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে দ্রুত সমাধান করা হয়। যা ব্যবহারকারীদের উদ্বেগ মোকাবিলা করতে এবং প্ল্যাটফর্মে স্বচ্ছতা বজায় রাখার জন্য একটি সক্রিয় পদ্ধতির প্রতিফলন বলে মনে করা হচ্ছে। সূত্র: ইন্ডিয়া টুডে












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নিহত ৩
বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৩ শতাংশে নেমে আসবে
সরকার দ্বিতীয় ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে: চিফ প্রসিকিউটর
শিবির সভাপতিকে ‘হত্যায়’ ১৩ জনের বিরুদ্ধে মামলা
কভার্ড ভ্যানের চাকায় মাথা থেঁতলে যুবকের মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চাকরিতে যোগদানের পরদিন কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত
কাতারে ড.মুহাম্মদ ইউনুসকে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতির ফুলেল শুভেচ্ছা
সাবেক কাউন্সিলর বাবুল কারাগারে
শিবির সভাপতিকে ‘হত্যায়’ ১৩ জনের বিরুদ্ধে মামলা
লালমাইয়ে মরা গরুর মাংস বিক্রি, একজনকে জেল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২