বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২
রেললাইনে বসে গেম খেলার সময় ট্রেনে কেটে কলেজছাত্রের মৃত্যু
প্রকাশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৮:০৩ পিএম |

রেললাইনে বসে গেম খেলার সময় ট্রেনে কেটে কলেজছাত্রের মৃত্যুজয়পুরহাট বিশ্বাসপাড়া এলাকায় সেহরি খেয়ে রেল লাইনে বসে গেম খেলার সময় সৈয়দ জিহান (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকালে রেল লাইনের পাশ থেকে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

জিহান শহরের ঠেঙ্গামারা কারিগরি শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র ও জয়পুরহাট পৌর এলাকার ৯নং ওয়ার্ডের বিশ্বাসপাড়া মহল্লার সৈয়দ সুজনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জিহান সেহরি খেয়ে শনিবার ভোর ৫টার দিকে জয়পুরহাট পৌর এলাকার বিশ্বাসপাড়া এলাকায় বাড়ির পাশে রেল লাইনে বসে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলছিলেন। এ সময় কোনও এক ট্রেনের ধাক্কায় রেল লাইনের পাশে পড়ে যায়। সকাল ৬টার দিকে প্রতিবেশী এক নারী তাকে ও পাশে মোবাইল ফোনে গেম চলতে দেখেন।

ওই নারী চিৎকার দিয়ে স্থানীয়দের ডেকে নিয়ে গুরুতর অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা

করেন।

স্থানীয় ৯নং ওয়ার্ড কাউন্সিলর হায়দার আলী পলাশ বলেন, সকাল ৬টার দিকে খবর পাই, বাড়ির পাশে রেল লাইনের পাশে একজন পড়ে আছে। আর তার পাশে মোবাইল ফোনে গেম চলছিল। সেখানে জিহানকে শনাক্ত করে দ্রুত জয়পুরহাট হাসপাতালে ও পরে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বগুড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করেছে।  এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা মেনে নেওয়া কষ্ট হচ্ছে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বগুড়া থানা পুলিশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে। এ ঘটনায় এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি।












সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২