বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫
৩ মাঘ ১৪৩১
ছুরিকাঘাতে কৃষক লীগ নেতা নিহত
প্রকাশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ৮:২৮ পিএম আপডেট: ২৭.০৩.২০২৪ ১০:২৩ পিএম |

ছুরিকাঘাতে কৃষক লীগ নেতা নিহতকক্সবাজারে ছুরিকাঘাতে এক কৃষক লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মার্চ) রাতে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বদুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাজেম মওলা সাহেদ কচ্ছপিয়ার রূপনগর গ্রামের বাসিন্দা। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানান, বড় জাংছড়ি এলাকার দেলোয়ার হোসেন ও বদু পাড়া এলাকার ওসমান মাতাল অবস্থায় চল্ন্ত গাড়ি থামিয়ে চালককে বকাবকি করছিল। এমন সময় নাজেম তাদের নিষেধ করে। পরে কিছু বুঝে উঠার আগেই তারা নাজেমকে ছুরিকাঘাত করে। আহত নাজেমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্য ঘোষণা করেন।
রামু থানার ওসি আবু তাহের দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। তাদের দ্রুত সময়ের মধ্যেই আটক করা হবে।
ওসি আরও বলেন, লাশের ময়নাতদন্ত শেষে কচ্ছপিয়া হাজীপাড়া জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী বলেন, ছাত্রলীগ থেকে বেড়ে উঠা নাজেম উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক ছিলেন। এলাকার ভালো মানুষ হিসেবে পরিচিত ছিল। খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।












সর্বশেষ সংবাদ
ফের সুদহার বাড়লে বাধাগ্রস্ত হবে ব্যবসা-কর্মসংস্থান
কেপিআইভুক্ত মাঠে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলন
হোমনায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও উদ্যোক্তা মেলা ও গ্রামীণ পিঠা উৎসবের উদ্বোধন
বুড়িচয়ে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
শাহরাস্তিতে গমখাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
কুমিল্লার দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’অন্যতম সদস্য মাইনুদ্দিন আটক
দুটি পিস্তল ও ধারালো অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক
কুমিল্লা মেডিকেল ছেড়ে কোথায় গেলো শিশুটি?
কুমিল্লায় দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২