মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২
জাহাজে ওঠার আগের দিন কাবিন, ফিরে এসে বিয়ের কথা ছিল সাজ্জাদের
প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ৯:২৬ পিএম |

জাহাজে ওঠার আগের দিন কাবিন, ফিরে এসে বিয়ের কথা ছিল সাজ্জাদেরজলদস্যুদের কবলে পড়া কবির গ্রুপের জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র বহরে আছেন নাবিক হোসেন মো. সাজ্জাদ (২৯)। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. তাজু মিয়ার ছেলে। তার জিম্মিদশার খবর পাওয়ার পর স্বজনরা আছেন চরম দুশ্চিন্তায়।

পাঁচ ভাইয়ের মধ্যে সাজ্জাদ তৃতীয়। জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার খবর ছড়িয়ে পড়লে আত্মীয়স্বজনেরা সকাল থেকে ছুটে যাচ্ছেন তার বাড়িতে। জাহাজে ওঠার আগের দিন তার কাবিন সম্পন্ন হয়। ফিরে এসে অনুষ্ঠানের মাধ্যমের বিয়ে করার কথা ছিল।

কথা হয় সাজ্জাদের মেজ ভাই মোশাররফ মীরের সঙ্গে। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আমার ছোট ভাই সাজ্জাদ সর্বশেষ মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে একটি অডিও রেকর্ড পাঠায়। মাত্র ৯ সেকেন্ডের ওই অডিওতে সে বলেছে, আমাদের মোবাইল জলদস্যুরা নিয়ে ফেলছে। আর কথা হবে না। এখন আমাদের সোমালিয়ার দিকে নিয়ে যাচ্ছে। এ অডিও রেকর্ডের পর সাজ্জাদের সঙ্গে আমরা আর যোগাযোগ করতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘সাজ্জাদকে নিয়ে আমার পুরো পরিবার চিন্তিত। সরকার যেন আমার ভাইসহ সকলকে ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেন। ইতোমধ্যে জাহাজের মালিকদের পক্ষ থেকেও আমাদের আশ্বস্ত করেছে। যত দ্রুত সম্ভব তাদের দেশে ফিরিয়ে আনার জোর চেষ্টা তারা করছেন।’

মোশাররফ মীর বলেন, ‘সাজ্জাদ গত বছরের ২৭ নভেম্বর জাহাজে ওঠেন। এর আগের দিন ২৬ নভেম্বর আমাদের উপজেলার একই গ্রামের এক মেয়ের সঙ্গে তার কাবিন সম্পন্ন হয়। জাহাজ থেকে ফিরে আসার পর সামাজিকভাবে অনুষ্ঠান করে ওই মেয়েকে ঘরে তুলে আনার কথা ছিল। এখন মেয়েটি এবং তার পরিবারও ভাইকে নিয়ে চিন্তিত।’

এদিকে, মেরিন অফিসার্সদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা জাহাজ মালিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি। আমরা চাই যত দ্রুত জিম্মি নাবিকরা বন্দিদশা থেকে মুক্তি পাক। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। একইভাবে ২৩ জনের পরিবারের স্বজনদের সঙ্গেও আমরা যোগাযোগ করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি।’

এর আগে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কবির গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর পায় মালিকপক্ষ। এসআর শিপিংয়ের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কবির গ্রুপের মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে। জাহাজটির নিয়ন্ত্রণ নিয়েছে সোমালিয়ান জলদস্যুরা। জাহাজে মোট ২৩ জন নাবিক-ক্রু ছিল। সবাই ভালো আ
ছেন।’












সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২