আপনাদের সেবক হিসেবে ব্রাহ্মণপাড়াবাসীর পাশে থাকতে চাই, অসহায় বঞ্চিত লাঞ্ছিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই।
ক্ষমতা
পেতে নয় আপনাদের সেবা করতে এসেছি আগামী উপজেলা পরিষদের নির্বাচনে মহিলা
ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর দোয়া ও সমর্থন
কামনা করি। গতকাল এক সাক্ষাৎকার উপজেলাবাসীর উদ্দেশ্যে একথা বলেন।
এসময়
তিনি আরও বলেন, আমি আপনাদের সকলের সহযোগিতায় ব্রাহ্মণপাড়া উপজেলাকে একটি
মডেল ও আধুনিক উপজেলায় রূপান্তরিত করতে চাই। বেকার ও শিক্ষিত যুবকদের
কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আপনাদের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই।
তিনি
সাহেবাবাদ ইউনিয়নের মৃত আব্দুস সালাম চৌধুরীর মেয়ে। তার ভাই মনির হোসেন
চৌধুরী বর্তমানে সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এছাড়াও এডভোকেট
শাশীমা চৌধুরী বহু সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন। তিনি
ব্রাহ্মণপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন, তিনি
কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কুমিল্লা
বারের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য। রোটারি ক্লাব অফ কুমিল্লা ও
বাংলাদেশ লিগেল এইড এর সদস্য। কুমিল্লা বারে দীর্ঘ ১১ বছর ধরে এপিপির
দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি আইনজীবী পেশায় অসহায় হতদরিদ্র সাধারণ
মানুষের আইনীসেবা দিয়ে আসছেন। এবছর ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।