কুমিল্লার লালমাইয়ে নিখোঁজের চারদিন পর শনিবার সাত বছরের শিশু উম্মে ফাতেমার(৭) লাশ মাছের ঘের থেকে উদ্ধার করেছে লালমাই থানা পুলিশ।
বরুড়া
উপজেলার শিলমুড়ী ইউনিয়নের বাঁশপুর গ্রাম থেকে ২১ ফেব্রুয়ারী বুধবার শিশুটি
খেলতে গিয়ে হারিয়ে যায়। উম্মে ফাতেমা বাঁশপুর গ্রামের কাউসার মিয়ার মেয়ে।
জানা
যায়, নিহত শিশু উম্মে ফাতেমা লালমাই উপজেলার সিধোচী হিযবুল্লাহ মহিলা
দাখিল মাদরাসা ১ম শ্রেণীর ছাত্রী তার পিতা কাউসার মিয়া একজন অটো রিকশা
চালক। গত ২১ ফেব্রুয়ারী বুধবার মেয়েকে মাদরাসা থেকে তার পিতা বাড়ি নিয়ে
আসলে মেয়েটি পাসের বাড়িতে খেলতে যায়। সেখান থেকে বাড়ি ফিরে না আসায় তাকে
খুঁজতে থাকে। চারদিন পর চান্দুপুর গ্রামের জনৈক আলী আজ্জমের মাছের ঘেরে ২৪
ফেব্রুয়ারী শনিবার সকাল ৭ টা হারুন নামের একব্যক্তি লাশটি ভাসতে দেখে
শিশুটির পিতাকে জানালে গ্রামের লোকজন ৯৯৯ কল করলে লালমাই থানা পুলিশের এসআই
মোর্শেদ আলম লাশটি উদ্ধার করে। উম্মে ফাতেমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া
নেমে এসেছে।
এদিকে শিশুটির লাশ লালমাই থানা এলাকায় পাওয়া গেলেও তার বাড়ী বরুড়া উপজেলা হওয়ায় বরুড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করে শিশুটির লাশ ।
লালমাই
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ২১
ফেব্রুয়ারি শিশুটি হারিয়ে যায় বলে জানতে পারি। তার বাড়ী লালমাই উপজেলার
পাশ্ববর্তী বরুড়া উপজেলার বাঁশপুর। শিশুর লাশটি উপজেলার চান্দুপুর এলাকার
মাছের ঘের থেকে উদ্ধার করা হয়। শিশুর লাশটি বরুড়া থানা পুলিশের নিকট
হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।