বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপলকে প্রায় ৫০০ মিলিয়ন ইউরো জরিমানা করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রোববার (১৮ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন মতে, ফিনান্সিয়াল টাইমস প্রতিবেদন প্রকাশ করেছে-ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, সংগীত পরিষেবা চালু করতে ইইউয়ের আইন ভঙ্গ করছে অ্যাপল।
আগামী মাসের প্রথম দিকে এই জরিমানা ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, ইউরোপীয় কমিশন গত বছর অ্যাপলকে অ্যাপ স্টোরের মাধ্যমে সংগীত পরিষেবা দিতে নিয়ম ভঙ্গের দায়ে অভিযুক্ত করেছিল।
তবে, এ বিষয়ে এখনো অ্যাপলের মন্তব্য জানা যায়নি।