প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:০৫ পিএম |
রংপুর কেন্দ্রীয় কারাগারে মনোয়ারুল ইসলাম (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।তিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারি মহিপুর ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে তিনি মারা যান। রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগার সূত্রে জানা যায়, স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় গত ১৩ জানুয়ারি রংপুরের আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে মনোয়ারকে কারাগারে পাঠান। কারাগারে থাকা অবস্থায় এর আগে দুইবার অসুস্থ হয়ে চিকিৎসা নেন তিনি।
পরবর্তীতে বৃহস্পতিবার সকালে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে সকাল ৭টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, হাজতির মৃত্যুর কারণ সম্পর্কে চিকিৎসকের রিপোর্ট আমরা এখনও পাইনি। হাজতির মরদেহ মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।
এর আগে বিএনপির ২৮ অক্টোবরের কর্মসূচির পর কারাবন্দি অবস্থায় বিএনপির ১২ নেতাকর্মী মারা গেছেন। কারাগারে যথাযথ চিকিৎসার ব্যবস্থা না করায় একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে বলে দাবি বিএনপি ও নিহতদের পরিবারের।
তবে কারা কর্তৃপক্ষের দাবি, যেকোনো বন্দি অসুস্থ হলে দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।