প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৩৮ পিএম |
স্ত্রীকে ভেতরে রেখে ঘরে আগুন দিয়েছে স্বামী। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার লাকসামের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জের ধরে শ্রীপুর গ্রামের রুহুল আমিনের ছেলে বিল্লাল হোসেন স্ত্রী রোজিনা আক্তারকে বসত ঘরে রেখে বাইরে থেকে আগুন ধরিয়ে দেয়। এ সময় রোজিনার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিভায়। পরে ঘরের বেড়া ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার পরপরই স্বামী বিল্লাল হোসেন পালিয়েছে।
আহত রোজিনা আক্তার জানান, পারিবারিক বিষয় নিয়ে উভয়ের মধ্যে সামান্য বিরোধ হয়। এরই জেরে তাকে হত্যার উদ্দেশে বসতঘরের ভেতরে রেখে দরজা বন্ধ করে বাইরে থেকে আগুন ধরিয়ে দেয় তার স্বামী বিল্লাল হোসেন।
লাকসাম থানার ওসি শাহাবুদ্দিন খান জানান, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।