কুমিল্লার
লালমাই উপজেলায় ফসলি জমির মাটি বিক্রি ও পরিবহন করার অপরাধে আবদুল হান্নান
নামে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারী
) উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের কাতালিয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
মৌমিতা দাশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আবদুল হান্নান দীর্ঘদিন ধরে
অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি বিক্রি ও পরিবহন করছিলেন। গোপন সংবাদের
ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আবদুল হান্নানকে বালু মহল ও মাটি
ব্যবস্থাপনা আইনে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাগমারা উত্তর
ইউনিয়নের পূর্ব দত্তপুর অভিযান পরিচালনা করতে গেলে মাটি কাটার শ্রমিকেরা ও
ট্রাক্টর ড্রাইভাররা পালিয়ে যায়। এসময় তিনটি ট্রাক্টর জব্দ করে উপজেলা
কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ বলেন, ফসলি জমি থেকে মাটি বিক্রি অবৈধ। এতে জমিরও
ক্ষতি হয়। অভিযুক্ত আবদুল হান্নানকে জরিমানার পাশাপাশি সতর্ক করে দেওয়া
হয়েছে। কৃষি জমির মাটি কাটা বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ
কর্মকর্তা।