
"নেশা
ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত দেশ গড়ি " এই স্লোগানে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে
র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা পুলিশ, কুমিল্লা
ব্যাটালিয়ন(১০ বিজিবি ) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার
(২৯ জানুয়ারি) সকালে গোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ
আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খব্দকার মুঃ মুশফিকুর রহমান।
বিশেষ
অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার),
কুমিল্লা ব্যাটালিয়ন(১০ বিজিবি ) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি
প্রমুখ।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।
এসময়
আরও বক্তব্য রাখেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ ,
জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম , পাঁচথুবি ইউনিয়ন চেয়ারম্যান হাসান রাফি
রাজুসহ অনেকে।
এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবকসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
পরে এলাকাবাসীসহ অনুষ্ঠানে উপস্থিত সকলকে মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি ।
