বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫
১০ পৌষ ১৪৩২
কুমিল্লায় তাপমাত্রা নামলো সাড়ে ৯ ডিগ্রি সেলসিয়াসে
রাতে শীত আরও বাড়তে পারে
প্রকাশ: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ১২:২৫ এএম |

 কুমিল্লায় তাপমাত্রা নামলো সাড়ে ৯ ডিগ্রি সেলসিয়াসে কুমিল্লা জেলার উপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। রবিবার (২৮ জানুয়ারি) কুমিল্লায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস -যা স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি সেলসিয়াস কম বলে জানিয়েছেন কুমিল্লা আবাহওয়া অফিসের কর্মকর্তা ইসমাইল ভূইয়া জীবন। এর আগে গত ২৩ জানুয়ারি কুমিল্লায় সর্বনি¤œ তাপমাত্রা ছিলো ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। শীত শুরু হওয়ার পর এ নিয়ে দুইবার কুমিল্লায় সর্বনি¤œ তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলো।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দিনে কুয়াশা কমে গিয়ে রোদের তীব্রতা কিছুটা বাড়তে থাকলেও দুপুর গড়িয়ে বিকেল না হতেই শীতের অনুভূতি ফিরে আসছে। তবে ঢাকার তুলনায় এর আশপাশের জেলাগুলোতে শীতের তীব্রতা অনেক বেশি, কোথাও কোথাও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মধ্যাঞ্চল থেকে উত্তরাঞ্চলের দিকে শীতের তীব্রতা আরও অনেক বেশি। বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিন একই ধরনের শৈত্যপ্রবাহ ও শীত অব্যাহত থাকতে পারে।
আগামী দু-এক দিন দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ এবং সারা দেশে শীত অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার থেকে দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। দেশের বেশির ভাগ এলাকায় আকাশ মেঘলা হয়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আবহাওয়াবিদেরা বলছেন, জানুয়ারির শেষের দিকে শীতের ধরনটা সাধারণত এমনই হয়। দিনে খটখটে রোদের উষ্ণতার আরাম। আর বিকেল গড়াতে হিমশীতল বাতাসের দাপট। কয়েক দিন ধরে আবহাওয়ার এ ধরনের সঙ্গে ঘন কুয়াশার চাদরও যোগ হয়েছে। বিকেলের পর দৃষ্টিসীমাজুড়ে কুয়াশা বাড়তে থাকে। পরের সকাল গড়াতে তা পাতলা হওয়া শুরু করে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ রোববারও একই ধরনের আবহাওয়া থাকতে পারে। তবে আজ রাতের তাপমাত্রা আরেকটু কমে শীত বাড়তে পারে। আর দিনে রোদ বেড়ে গিয়ে উষ্ণতাও বাড়তে পারে।
এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান প্রথম আলোকে বলেন, আগামী দু-এক দিন দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ এবং সারা দেশে শীত অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার থেকে দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। দেশের বেশির ভাগ এলাকায় আকাশ মেঘলা হয়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
এদিকে চার দিন আগে উত্তরাঞ্চলের কয়েকটি এলাকা দিয়ে যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছিল, তা এরই মধ্যে দেশের অর্ধেকের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। রংপুর ও রাজশাহী বিভাগ ছাড়াও গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, যশোর ও কুষ্টিয়ার ওপর দিয়ে ওই শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও একই এলাকা দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। অনেক এলাকায় শৈত্যপ্রবাহের তীব্রতা আরও বাড়তে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, গতকাল শনিবার দেশের সর্বনি¤œ তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমে ১৩ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। আজও ঘন কুয়াশার কারণে সড়ক, নৌ ও আকাশপথে যানবাহন চলাচলে সমস্যা হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদেরা।













সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২