
কুমিল্লা
প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসে গোমতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের তিন
দিন পর আলিফ ভূইয়া (১৭) নামে এক কিশোরের লাশ ভেসে উঠেছে। সোমবার (২৫
ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি
গ্রামের পশ্চিম পাশে গোমতী নদীতে তার লাশ ভেসে উঠে। কিশোর আলিফ ভূইয়া ঢাকার
গোড়ান নাজমুল হক মদিনাতুল উলুম জামিয়া আরাবিয়া মাদ্রাসায় পড়াশোনা করতো।
গত
শুক্রবার দুপুর ১২ টার দিকে গোমতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় কিশোর
আলিফ ভূইয়া। এরপর ডুবুরি দল এসে চেষ্টা চালিয়ে সন্ধান মিলেনি আলিফের।
কিন্তু তিনদিন পর একই এলাকাতেই ভেসে উঠেছে আলিফের মরদেহ।
নিহতের পিতা
মনিরুল ইসলাম ভূইয়া বলেন, গত শুক্রবার দুপুর ১২টায় আমার ছেলে গোমতী নদীতে
ডুবে যায়। আমরা হোমনা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে চাঁদপুর থেকে
ডুবুরি দল এনেও কোনো সন্ধান পায়নি। পরে তারা চলে গেছে। আজ (গতকাল) সোমবার
একই জায়গা থেকে আমার ছেলে লাশ ভেসে উঠেছে।
হোমনা ফায়ার সার্ভিস স্টেশন
অফিসার মাজেদুল ইসলাম বলেন, শুনেছি নিখোঁজ কিশোরের মরদে গোমতী নদীতে ভেসে
উঠেছে। শুক্রবার সে নিখোঁজ হওয়ার পর খবর পেয়ে আমরা নিজেরাও চেষ্টা করেছি
এবং চাঁদপুর থেকে ডুবুরি দল এনেও চেষ্টা করা হয়েছে। অভিযানে আমাদের
আন্তরিকতার ঘাটতি ছিলো না।
