কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে বোরো ধানের হাইব্রিড জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস কার্য্যালয়ে এই বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ এর সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোহাম্মদ হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। এসময় ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, মৎস্য কর্মকর্তা জয় বণিক, মুক্তিযোদ্ধা কাশেম মাষ্টারসহ উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার দুই হাজার পাঁচশত কৃষকদের মাঝে দুই কেজি করে হাইব্রিড বীজ বিতরণ করা হয়।