
দ্বাদশ
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর কুমিল্লায় আনন্দ মিছিল করেছে
দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী যুবলীগ। বুধবার সন্ধ্যায় তফসিলকে
স্বাগত জানিয়ে নগরীর কান্দিরপাড়ে জেলা আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগ অফিস
প্রাঙ্গণ থেকে পৃথক পৃথক মিছিল গুলো বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক
প্রদক্ষিণ করে। দক্ষিণ জেলা আওয়ামী লীগের পক্ষে মিছিলের নেতৃত্বে দেন যুগ্ম
সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন এবং মহানগর যুবলীগের পক্ষে মিছিলের নেতৃত্ব
দেন যুবলীগের মহানগর আহবায়ক আব্দুল্লাহ আল মামুদ সহিদ।
সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার নেতৃত্বে একটি মিছিল কুমিল্লা মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে তফসিলের প্রতিবাদে শহরের
নিমতলী এলাকা থেকে মিছিল বের করে বিএনপি। তবে মিছিলটি নগরীর প্রাণকেন্দ্রে
আসার সময় পুলিশি বাধার মুখে পড়ে ছত্রভঙ্গ হয়ে যায় বলে দাবি বিএনপি
নেতৃবৃন্দের। মিছিলটির নেতৃত্ব দেন মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী
আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম
উদ্দিন।