নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার লাকসামে ডাকাতি করতে গিয়ে তিন ব্যবসায়ীকে জবাই করে
হত্যার মামলায় মৃত্যুদ-প্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তিরনাম সহিদ উল্লাহ। সে সে উপজেলার শ্রীয়াং দক্ষিণ পাড়ার
ইয়াকুব আলী প্রকাশ এয়াকুব আলীর ছেলে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে
নিজ গ্রাম শ্রীয়াং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি
নিশ্চিত করেছেন লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ।
তিনি জানা, মঙ্গলবার রাতে গ্রেফতারের পর বুধবার সকালে সহিদ উল্লাহকে
আদালতের মাধ্যমে কারাগারো পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ২০০৭ সালের ৬
জানুয়ারি রাতে জেলার লাকসাম উপজেলার শ্রীয়াং বাজারে দোকান বন্ধ করে
কাঁচামাল ব্যবসায়ী উত্তম দেবনাথ (২৭), পরীক্ষিত দেবনাথ (২২) এবং পান
ব্যবসায়ী বাচ্চু মিয়া (৩৫) ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন। রাত ১২টার সময়
লাকসামের শ্রীয়াং ও রাজাপুর রাস্তার বদিরপুকুর নামক স্থানে পৌঁছলে ডাকাতদল
তাদের গতিরোধ করে সাথে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়ার চেষ্টা চালায়। এসময়
বাধা দিলে রাস্তার পাশে ফসলি জমিতে নিয়ে তিনজনকে গলা কেটে হত্যা করা হয়।
এ
ঘটনায় ওই বছরের ৭ জানুয়ারি নিহত বাচ্চু মিয়ার ছোট ভাই কবির হোসেন বাদী হয়ে
লাকসাম থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১০
মাস তদন্ত শেষে লাকসাম থানা পুলিশ ৫ জনকে আসামি করে আদালতে একটি অভিযোগপত্র
দাখিল করেন।
ওই মামলায় ২০১৮ সালের ১৪ নভেম্বর সহিদুল্লাহসহ অভিযুক্ত ৫
জনকেই মৃত্যুদ-াদেশ দেন আদালত। রায় ঘোষণার দীর্ঘ ৫ বছর পর মৃত্যুদ-প্রাপ্ত
সহিদউল্লাহকে গ্রেফতার করে পুলিশ।