কুমিল্লা’র
বিশিষ্ট সমাজসেবী একুশে পদক প্রাপ্ত মহিয়সী নারী ডা. যোবায়দা হান্নানের
৭৮তম জন্ম ও ১২তম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে ১৪ নভেম্বর ডা. যোবায়দা
হান্নানের জন্ম বার্ষিকী এবং আগামী ২২ নভেম্বর ১২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া
মাহফিল ও মিলাদ, স্কুল সাইট টেষ্টিং, বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা
কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি,
কুমিল্লার ব্যবস্থাপনায় বিগত বছরের ন্যায় এবার জন্মবার্ষিকী ্উপলক্ষে ১৪
নভেম্বর নাঙ্গলকোট উপজেলার আশারকোটাস্থ ডা: যোবায়দা হান্নান সরকারী
প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী স্কুল সাইট টেষ্টিং এবং মৃত্যুবার্ষিকী
উপলক্ষে ২২ নভেম্বর সকালে শংকরপুরস্থ বিজেএকেএস পরিচালিত বিকো ও চক্ষু
হাসপাতালে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল এবং একই দিনে নাঙ্গলকোট উপজেলার
আশার কোটায় ডা. যোবায়দা হান্নান স্কুল এন্ড কলেজে দিন ব্যাপী বিনামুল্যে
চক্ষু চিকিৎসা সেবা প্রদান করার কর্মসূচী গ্রহন করা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তি