কুমিল্লার
দেবিদ্বার থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া যোগদান করেছেন।
এর আগে তিনি বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে বিদায়ী ওসি কমল কৃষ্ণ ধর’র কাছ
থেকে দায়িত্ব বুঝে নেন। মো. নয়ন মিয়া কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলার
বাহাদুরপুর গ্রামে ১৯৮৪ সালের ২৪ নভেম্বর সম্ভান্ত মুসলিম পরিবারে
জন্মগ্রহন করেন। তাঁর পিতার নাম মৃত ছিদ্দিকুর রহমান।
এদিকে,
দেবিদ্বারের সদ্য বিদায়ী ওসি কমল কৃষ্ণ ধর শুক্রবার কুমিল্লা জেলার ডিএসবি
(নিরস্ত্র পুলিশ পরিদর্শক) পদে যোগদান করেন। নবাগত ওসি নয়ন মিয়া ২০০০ সালে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কিশোরগঞ্জ জেলার গুরুদয়াল সরকারি কলেজ থেকে
ব্যবসায় শিক্ষায় অনার্স মার্স্টাস সম্পন্ন করেন। এরপর ২০১৩ সালে ঢাকা
মেট্রো পুলিশ আইডিয়াল ল কলেজ থেকে এলএলবি পাশ করেন। এর আগে ২০১১ সালে তিনি
শিক্ষানিবেশ হিসেবে ঢাকার ধানম-ি থানায় পুলিশ সদস্য হিসেবে কর্মজীবন শুরু
করেন। পরে ২০১২ সালে পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে পদোন্নতি পেয়ে ডিএমপি’র
আওতায় মোহাম্মদপুর থানায় ২০১৫ সাল পর্যন্ত নিষ্ঠা ও কর্মদক্ষতার সাথে
দায়িত্ব পালন করেন। পরে একই বছওে বদলীর সূত্রে শেরে বাংলা নগর থানায় যোগ
দেন। সেখানে ৮ মাস কর্মজীবনের পর ২০১৬ সালে ফের মোহাম্মদপুর থানায় যোগ দেন।
২০১৯ সালে পুলিশ পরিদর্শক (তদন্ত) পদে পদোন্নতি পেয়ে ঢাকা জেলার কলাতিয়া
পুলিশ ফাঁড়িতে এক বছর, ধামরাই ও দক্ষিণ কেরানিগঞ্জ থানায় ওসি অপারেশন পদে
অত্যান্ত সুনামের সাথে চাকরি করেন আরও ১ বছর। পরে মাদারিপুর জেলার শ্রীনদী
পুলিশ তদন্ত কেন্দ্র ও কালকিনি থানার ওসি (তদন্ত) হিসেবে ১ বছর শেষ করে
কুমিল্লার চকবাজার পুলিশ ফাঁড়ি ৮ মাস ও সর্বশেষ তিতাস থানায় পুলিশ পরিদর্শক
(তদন্ত ) পদে পাঁচ মাস দায়িত্ব পালন করেন।
দেবিদ্বারের নবাগত অফিসার
ইনচার্জ (ওসি) নয়ন মিয়া স্থানীয় সাংবাদিকদের বলেন, সকলের সহযোগিতায়
উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম
প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। এক্ষেত্রে তিনি সকলের আন্তরিক
সহযোগিতা চেয়েছেন।