আসন্ন সনাতন ধর্মের দূর্গা পূজা উপলক্ষে ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদে আইন শৃংখলা বিষয়ক আলোচনা সভা করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব কানিজ ফাতিমা, ০৫নং পাঁচথুবী ইউপি চেয়ারম্যান জনাব মো: হাছান রফি রাজু, কোতয়ালী মডেল থানা অফিসার ইন্চাজ জনাব মোরশেদ আলম এবং ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম ও পূজা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার আইন শৃংখলা বাহিনীকে পূজা উপলক্ষে সচেতন থাকার জন্য বলেন। এবং সকল আলেম ও সনাতন ধর্মের কমিটির প্রধানদেরকে সকল প্রকার গুজব থেকে সচেতন ও সত্য মিথ্যা যাচাই এবং কোন প্রকার বিশিঙ্খলা ঘঠনা রোধে সবাইকে ঐক্যবৈধ্য থাকার আহ্বান করেন। কোন প্রকার অনাকাঙ্খিত গঠনা ঘটলে সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবগত করার জন্য বলা হয়। আলোচনা শেষে সকল পূজা ম-প এর কমিটির হাতে ইউপি চেয়ারম্যান এর পক্ষ হতে নগদ অর্থ প্রদান করা হয়।