জাতীয়
স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের
আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বোরবার নানা কর্মসূচি পালন করা হয়েছে। এসব
কর্মসূচির মধ্যে ছিল- র্যালী, আলোচনা সভা, দিনব্যাপী উন্নয়ন মেলা, অসহায়
মানুষের মাঝে চেক বিতরণ ও সাংস্কৃতিকানুষ্ঠান। দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত
র্যালীটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। দিনব্যাপী উন্নয়ন মেলার
উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমল। মেলায় সরকারি
বিভিন্ন দপ্তর নিজ নিজ দপ্তরের উন্নয়ন কর্মকা- প্রদর্শন করেছে। পরে উপজেলা
নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত
হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার
আবদুল কাইয়ুম চৌধুরী। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদারের
সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ
আমিরুল ইসলাম, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম, উপজেলা
প্রকৌশলী মোঃ শাহ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ, উপজেলা
সমবায় অফিসার তানভীর আহমেদ, ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, মোঃ আলমগীর
হোসেন, ইকবাল মাহমুদ, আবদুল মজিদ খান রাজু, খিলা ইউনিয়নের প্যানেল
চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, আশিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক ফজলুল হক প্রমুখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় সরকার
প্রতিষ্ঠান সমুহের প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান-মেম্বার, সাংবাদিক ও সুশীল
সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা সমবায় অফিসের
তত্ত্বাবধানে গরীব-অসহায় মানুষদের মাঝে টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠান
শেষে এক সাংস্কৃতিকানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে খ্যাতনামা শিল্পীরা
দেশাত্মবোধকসহ বিভিন্ন গান পরিবেশন করেন।