বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২
বাঘের বাচ্চা হলে মামলা দেন- এমপি বাহারকে সাক্কু।। কুমিল্লার জন্য কি করেছেন, দেখান
জহির শান্ত
প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৫১ পিএম |

বাঘের বাচ্চা হলে মামলা দেন- এমপি বাহারকে সাক্কু।। কুমিল্লার জন্য কি করেছেন, দেখান কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারকে উদ্দেশ্য করে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, ‘আপনি ব্যক্তিগতভাবে কুমিল্লার জন্য কি করেছেন, দেখান। একটা ব্রিজ করে দেখান। শুধু বলেন, দুনিয়ার সব করে ফেলছেন। ৬৪ জেলায় যেই উন্নয়ন হয়েছে, কুমিল্লায়ও তা হয়েছে। আপনি ব্যক্তিগতভাবে কি করেছেন। তিনবার এমপি ছিলেন, আবারও এমপি হইতে পারেন। এতোদিন কি করেছেন, পরে কি করবেন তা বলেন। শুধু শুধু আমার বিরুদ্ধে প্রপাগন্ডা ছড়াবেন না। মানুষের কাছে আমাকে ছোট করবেন না। আসলে আমি ছোট হই না, আপনিই ছোট হন।’

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিমিয়কালে মনিরুল হক সাক্কু এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে কুমিল্লার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার মনিরুল হক সাক্কু সিটি মেয়র থাকাকালে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি করেছেন বলে অভিযোগ তুলেন। একসময় তাকে ‘চোর-ডাকাত’ বলেও আখ্যায়িত করেন তিনি।

এর জবাবে মনিরুল হক সাক্কু বলেন, ‘বাহার ভাই বিভিন্ন স্থানে মিটিংয়ে মুখে যা আসে তাই বলেন। কিন্তু একজন এমপি এভাবে বলতে পারেন না। আমি যদি চুরি করে থাকি- তাহলে দেশ আপনাদের, মেয়র আপনাদের, আপনি নিজে এমপি, প্রশাসন আছে- বিচার দেন। দেশে আইন আছে, সিটি কর্পোরেশনে সব ফাইল আছে। কারো কাছ থেকে টাকা নিয়ে থাকলে তাকে বলেন কেইস দিতে। কিন্তু এসব না করে প্রপাগণ্ডা ছড়াচ্ছেন কেন? আজ থেকে দেড় বছর আগেও তো আমরা এক সাথে ছিলাম। ১২ বছর আমি সাক্কু ভালো ছিলাম, এখন খারাপ হয়ে গেছি। এটা তো জেলাসি। ওনি তিনবার হজ করেছেন, আমি একবার করছি। উনার সাথে আমি নিজে হজ করছি।’

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর সব ইতিহাস তুলে ধরবেন উল্লেখ করে মনিরুল হক সাক্কু বলেন- ‘ইলেকশনের তফসিল ঘোষণা করুক, আমি সব হিস্টরি বলবো। আমি কিভাবে চলছি, ওনি কিভাবে চলছে- সব বলবো। এক হাতে তালি বাজে না। আমি চোর- উনি কিছু না। আমি ডাকাত, সব আমি করছি? আমার নামে এভিডেন্স দিয়ে কোর্টে দিয়ে দেন। বাঘের বাচ্চা হয়ে থাকলে দিয়ে দেন। ব্যক্তিগত ভাবে মানুষকে ডেকে এনে মুখে যা আসে তা বলবেন এটা ঠিক না। মানুষের কাছে বলে আমাকে ছোট করেন কেন?’

সাবেক মেয়র সাক্কু বলেন- উনি বলেন দুনিয়ার সব উনি করছেন। অথচ পালপাড়া ব্রিজ আকবর ভাই (প্রয়াত মন্ত্রী আকবর হোসেন) প্রথম করছে, চানপুর ব্রিজ আকবর ভাই করছে। মৃত্যুর ৮দিন আগে আকবর ভাই টিক্কারচর ব্রিজের কাজ শুরু করেন। বিবির বাজার স্থলবন্দর, বাখরাবাদ আকবর থাকতে করে গেছেন। আকবর ভাই শুরু করেছিলেন বলেই এখন বড় হইছে। উনি এমন আরেকটা ব্রিজ করে দেখাক। আপনি ব্যক্তিগতভাবে কুমিল্লার জন্য কি করেছেন দেখান। একটা ব্রিজ করে দেখান, ৬৪ জেলায় যা হইছে কুমিল্লায়ও তা হইছে- আপনি নিজে কি করেছেন?












সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২