বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫
৬ অগ্রহায়ণ ১৪৩২
লিটনের লাহোর যাওয়ার খবর জানেন না পাপন
প্রকাশ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০৬ এএম |





 

জ্বরের কারণে এশিয়া কাপে দলের সঙ্গী হতে পারেননি লিটন দাস। তার বদলে শেষ মুহূর্তে এনামুল হক বিজয়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। তবে বর্তমানে অনেকটাই সুস্থ লিটন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানায়, জ্বর থেকে সেরে ওঠা ডানহাতি এই ব্যাটার দলের সঙ্গেও যোগ দিচ্ছেন।
সোমবার রাত ৯টার ফ্লাইটে দোহা হয়ে লিটনের লাহোর যাওয়ার খবরও জানায় বিসিবির ওই সূত্র। এরই মধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, লিটনের লাহোর যাওয়ার খবর জানা নেই তার! এমনকি লিটনের এশিয়া কাপের স্কোয়াডে যোগ দেওয়ার ব্যাপারে তিনি কিছু জানেন না।

আজ দুপুরে বেক্সিমকো কার্যালয়ে নির্বাচকদের সঙ্গে সভায় বসেন পাপন। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে পাপন এ কথা বলেন।

পাপন বলেন, প্রথম কথা হচ্ছে, আমার জানা নেই ও আজকে যাচ্ছে। যাচ্ছে, এই খবরই আমি শুনিনি। আমি খোঁজ নিয়েছিলাম, ওর আপডেট কী। ও যে যাচ্ছে, এই ব্যাপারে আমি কিছু জানি না। গেলে তো আমি জানতাম।

নির্বাচকরাও লিটনের এশিয়া কাপে যাওয়ার বিষয়ে কিছু বলেননি বলে দাবি করেন বোর্ডপ্রধান, এখানে তো নির্বাচকরাও এসেছিল। ওরাও তো... (কিছু বলেনি)।

এর আগে বিসিবি সূত্র জানায়, আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত হওয়ার পর লিটনকে উড়িয়ে নেওয়ার পরিকল্পনা হয়। রাত ৯টায় কাতার এয়ারওয়েজে ডানহাতি এই ওপেনারের ফ্লাইট ঠিক করা হয়েছে। কাতারের দোহা থেকে তিনি লাহোরের ফ্লাইট ধরবেন। আগামীকাল মঙ্গলবার দলের সঙ্গে যুক্ত হবেন তিনি।

বিসিবি সভাপতি বলেন, অধিনায়ক (সাকিব আল হাসান), কোচ (চন্ডিকা হাথুরুসিংহে), ওখানে রাজ্জাক (নির্বাচক আব্দুর) আছে, জালাল ভাই (ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস) আছে। আমার সঙ্গে আজও ওদের কথা হয়েছে। কেউ আমাকে কিছু বলেনি। এটা নতুন কিছু।

এশিয়া কাপ চলাকালে খেলোয়াড় পাল্টাতে হলে অনুমোদন লাগবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)। তার আগে সবুজ সংকেত লাগবে বিসিবি সভাপতিরও।

অবাক পাপন বলেন, কীভাবে যাবে? (আমার) অনুমোদন ছাড়াও ব্যাপার আছে। এসিসিরও অনুমোদন লাগবে। আমি আসলে এই জিনিসটা..., আমার কাছে একদম... (বিস্ময়কর)।













সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২