বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫
১০ পৌষ ১৪৩২
কুমিল্লাস্থ বরুড়া উপজেলা উন্নয়ন সমিতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষককে সম্মাননা
বৃত্তি পেলেন ৪২ জন
প্রকাশ: শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ১২:৪০ এএম |

 কুমিল্লাস্থ বরুড়া উপজেলা উন্নয়ন সমিতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষককে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬ জন শিক্ষক কে সম্মাননা দিয়েছে কুমিল্লাস্থ বরুড়া উপজেলা উন্নয়ন সমিতি। গতকাল শুক্রবার দুপুরে কুমিল্লা ক্লাব মিলনায়তনে ওই সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে ক্লাব সদস্য সন্তানদের , দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদেরও বৃত্তি দেওয়া হয়। এ উপলক্ষে  ক্লাব প্রাঙ্গণে এক মিলনমেলা হয়।
সমিতির সভাপতি এডভোকেট  মো. জহিরুল হকের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি এম এ আজিজ, মুজিবুর রহমান, নাসিরউদ্দিন, উপদেষ্টা আবদুর রউফ চৌধুরী ও আবদুল মান্নান, বরুড়া পৌরসভার মেয়র বকতার হোসেন, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ শাহনুর আলম, সদস্য সচিব আক্তারুজ্জামান বাবু , সমিতির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান,  ও বিশিষ্ট চিকিৎসক দীপংকর লোধ, চিকিৎসক বাসুদেব দাস, সম্মাননাপ্রাপ্ত শিক্ষক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর মোহাম্মদ আইনুল হক ও বর্তমান প্রক্টর কাজী ওমর সিদ্দিকী । এতে উপস্থিত ছিলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হুমায়ন রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক সোহাগ।
অনুষ্ঠানে সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী বলেন, আমার নির্বাচনী এলাকার এতো শিক্ষক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত। এটা আমাকে আপ্লুত করেছে। তাঁদের হাত ধরে বরুড়া এগিয়ে যাবে। তাঁরাই জ্ঞানের আলো জ্বালাতে পারবেন।
সম্মাননাপ্রাপ্ত  ১৬ শিক্ষক হলেন, মোহাম্মদ আইনুল হক, কাজী ওমর সিদ্দিকী হাসান হাফিজুর রহমান,  ফাহমিদা বেগম, ফেরদৌস জাহান, আফরিনা আক্তার মিশু , সুমাইয়া আফরিন সানী, আমেনা বেগম, কুলছুম আক্তার স্বপ্না, মাহিনুর আক্তার, মাকসুদুর রহমান, অরুপা সরকার, মাছুম বিল্লাহ,নাদিয়া সারোয়ার, নাহিদা আফরোজ ও মো. তোফায়েল হোসেন মজুমদার। তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।
পরে সমিতির পক্ষ থেকে কুমিল্লার বরুড়া উপজেলার মনোহরপুর গ্রামের যমজ দুই বোন খাদিজা আক্তার ও নুসরাত জাহান কে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়। খাদিজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে ৪৮তম ও নুসরাত চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪৫৯ তম হয়েছেন। তাঁরা পেয়েছে প্রয়াত প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন লোধ মেধাবৃত্তি। এছাড়া সমিতির ৩৫ জন সদস্য সন্তান কে ও বৃত্তি দেওয়া হয়। দুঃস্থ ও দরিদ্র মেধা বৃত্তি পেয়েছে পাঁচজন। এদের প্রাইজবন্ড ও চেক দেওয়া হয়। পর্যায়ক্রমে সমিতির আজীবন সদস্য, সাধারণ সদস্য, কার্যকরি সদস্য, উপদেষ্টামন্ডলীর সন্তানেরাও এই বৃত্তি পাবেন।   
এর আগে কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের একদল শিক্ষার্থী জাতীয় সংগীত পরিবেশন করে। এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বরুড়া সমিতির প্রয়াত সব সদস্যদের স্মরণে দোয়া হয়।
১৯৯০ সালে সামাজিক, স্বেচ্ছাসেবী এই সংগঠন প্রতিষ্ঠা হয়।













সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২