চৌদ্দগ্রাম প্রতিনিধি:কুমিল্লার চৌদ্দগ্রামে ৫৫কেজি গাঁজা ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১।
আটককৃতরা
হলো- জেলার চৌদ্দগ্রাম উপজেলার বদরপুর গ্রামের মৃত আলী আশরাফ এর ছেলে
রাসেল কাজী (২৯) ও একই গ্রামের মোঃ শাহজাহান এর ছেলে মোঃ রুবেল মিয়া (২১)।
শুক্রবার
(২জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর
এলাকায় অভিযান পরিচালনা করে ৫৫ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
কুমিল্লা
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন তথ্য
নিশ্চিত করে বলেন তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে
গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। এই বিষয়ে
চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক
ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।