
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় মাদক কারবা?রিদের গ্রেপ্তারের দাবিতে ব?্যানার
ফেস্টুন নি?য়ে গ্রা?মের নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
৩০
মে মঙ্গলবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার লড়িবাগ মধ্যপাড়া সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়?কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনু?ষ্ঠিত হয়।
সমাবেশে প্রায় ৫ শতাধিক গ্রামের সাধারণ ও সচেতন মানুষ অংশগ্রহণ করেন।
মাদক?বি?রোধী সমা?বে?শে গ্রা?মের সাধারণ মানু?ষেরা বলেন, কু?মিল্লার
সীমান্তবর্তী লড়িবাগ ও তার আশপা?শের ক?য়েকটি গ্রামে একাধিক মাদক মামলার
আসামি মাদককারবা?রিরা ওই গ্রামের সড়ক দি?য়ে মাদক কারবা?র ক?রেছে। মাদক
সেবনে গ্রামের যুবসমাজ?কে উৎসা?হিত ক?রে ধ্বংস কর?ছে। আর তাই গ্রামের
যুবসমাজ?কে রক্ষায় মাদককারবার বন্ধের দাবিতে প্রশাস?নের কার্যকর পদ?ক্ষেপ
নেয়ার দাবি গ্রামবা?সির।
সম্প্রতি মাদক ব্যবসার সংবাদ প্রশাসন?কে দেয়ায়
ওই গ্রা?মের পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী আবদুল খালেক শাহীনকে প্রাণনা?শের
হুম?কি? দেয় চি?হ্নিত মাদক কারবা?রিরা। মাদকব্যবসায়ীদের বিরু?দ্ধে কথা
বল?লেই গ্রা?মের মানু?ষদের প্রতি?নিয়ত হামলা শিকার হয় এবং অপপ্রচার চালায়।
চিহ্নিত মাদককারবারিরা হলেন বুড়িচং থানার মাদক মামলার আসামি মোঃ আলম, মোঃ
মনির হোসেন, মোঃ আলী জিসান, খোকন মিয়া, খসরু, সাইফুল, মোঃ গিয়াস উদ্দিন,
মোঃ মানিক মিয়া, মোঃ হান্নান, মোঃ গিয়াস উদ্দিন-২সহ আরো অনেকে।
গ্রামবা?সীরা দ্রুত মাদককারবা?রি?দের গ্রেপ্তারের দাবি জানান।
মানববন্ধন
প্রতিবাদ সমা?বে?শে বক্তব্য রাখেন ইউপি সদস্য হুমায়ুন কবির, সাবেক ইউপি
সদস্য মোশারফ হোসেন, প্রধান শিক্ষক আবদুস সালাম, হুমায়ূন সদ্দারসহ আরো
অনেকে।
