শনিবার ৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২
আজ বাংলাদেশ স্কাউট দিবস
স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন
প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ১২:০৬ এএম |





স্কাউটিং করবো, স্মার্ট বালাদেশ গড়বো এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ এপ্রিল ২০২৩ দেশব্যাপী উদ্যাপিত হচ্ছে ‘বাংলাদেশ স্কাউটস দিবস’। ৩ অক্টোবর ২০২০ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটস এর জাতীয় নির্বাহী কমিটির ২৪৮তম সভায় সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটস সূচনা দিবস হিসেবে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপনের মাধ্যমে কাব স্কাউট, স্কাউট, রোভার স্কাউটরা আইন ও প্রতিজ্ঞার যথাযথ অনুসরণে উৎসাহিত হবে এবং বাংলাদেশ স্কাউটস এর ইতিহাস ও কার্যক্রম সম্পর্কে নিজে জানবে এবং অন্যকে স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে। এ বছর বাংলাদেশ স্কাউটস এর দিবস উদপাপন উপলক্ষে কর্মসূচির মধ্যে রয়েছে স্কাউট পতাকা উত্তোলন, ব্যানার, ফেস্টুন, ভিডিও প্রদর্শন, বিশেষ ডে ক্যাম্প, স্কাউটিং বিষয় নিয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, ট্রাফিক সেবা কার্যক্রম, হাসপাতালে সেবা প্রদান, প্রকৃতি পর্যবেক্ষণ, স্কাউট ওনের আয়োজন, ক্যাম্পাস ও আশপাশের এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করা, একটি ভালো কাজের বার্তা কমপক্ষে অপর ১০ জনকে প্রেরণসহ সমাজ সেবা ও সমাজ উন্নয়নে নানাবিদ কর্মসূচি।
স্কাউটিং হলো এমন একটি আন্দোলন, যার কাজ আনন্দের মধ্য দিয়ে শিক্ষাদান। যে শিক্ষার ফলে একজন ছেলে বা মেয় সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। ১৯০৭ সালে রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল সংক্ষেপে বি.পি এই আন্দোলনের শুরু করেন।
বাংলাদেশের শিশু, কিশারে ও যুবদের স্কাউটিং পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল, সৎ, চরিত্রবান, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্কাউটস দিবস উদযাপনের প্রস্তুতি নিয়েছে। ১৯৭২ সালের ৮ এপ্রিল বাংলাদেশে স্কাউটিংয়ের সূচনা দিবস হিসেবে ৮ এপ্রিল কে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন করা হচ্ছে। ১৯৪৭ সালে ১ ডিসেম্বর জালাল উদ্দিন সুজার প্রচেষ্টার পাকিস্তানের করাচিতে পাকিস্তান বয় স্কাউটস এসোসিয়েশন গঠিত হয়। পরবর্তী ১৯৪৮ সালে ২২ মে কক্সবাজারের কৃতি সন্তান স্কাউটার এএম সলিমুল্লাহ ফাহমীর এর নেতৃত্বে ‘ইস্টবেঙ্গল স্কাউট অ্যাসোসিয়েশন’ গঠিত হয়। এর প্রধান কার্যালয় স্থাপিত হয় ঢাকা। পরবর্তীতে ইস্ট বেঙ্গল বয় স্কাউটস এসোসিয়েশন নাম পরিবর্তন করে পূর্বপাকিস্তান বয় স্কাউট নাম করণ করা হয়। বাংলাদেশ স্কাউটস পাকিস্তান বয় স্কাউট এসোসিয়েশয়নের এর প্রাদেশিক শাখা হিসেবে ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত সম্পৃক্ত ছিল। স্বাধীনতা যোদ্ধের পর ১৯৭২ সালের ৮ ও ৯ এপ্রিল তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউট এর জাতীয় কাউন্সিল সভায় ৮ এপ্রিল ‘বাংলাদেশ বয় স্কাউট সমিতি গঠন করা হয়। ১৯৭২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১১১নং অধ্যাদেশে বাংলাদেশ বয় স্কাউট সমিতি সরকারী স্বীকৃতি লাভ করে। ১৯৭৪ সালে ১ জুন বিশ^ স্কাউটস সংস্থার বাংলাদেশ বয় স্কাউট সমিতি কে বিশ^ স্কাউট কনফারেন্সের ১০৫তম সদস্য হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৭৮ সালে ১৮ জুন ৫ম কাউন্সিল সভায় বাংলাদেশ বয় স্কাউট সমিতির নামÑবাংলাদেশ স্কাউটস নামকরণ করা হয়। স্কাউটিং কার্যক্রমে মেয়েদের সুযোগ দেওয়ার জন্য ১৯৯৪ সালে গার্লÑইন স্কাউটিং নামে। বর্তমানে বাংলাদেশ স্কাউটসের সদস্য ২২ লাখ ১০ হাজারের অধিক। স্কাউট সদস্যের সংখ্যার দিক থেকে বিশে^র ষষ্ঠ বৃহত্তম স্কাউট বাংলাদেশ। স্কাউটদের মূলমন্ত্র হচ্ছে: কাব স্কাউটদের যথাসাধ্য চেষ্টা করা, স্কাউটÑসদা প্রস্তুত এবং রোভার স্কাউটদের সেবাদান। স্কাউটদের আত্মমর্যাদা সম্পন্ন সৎ, চরিত্রবান, কর্মোদ্যোগী সেবাপরায়ণ, সর্বোপরী সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ স্কাউট কাজ করে থাকে। বাংলাদেশ আর্থসামাজিক অবস্থা ও মূল্যবোধ অবক্ষয়ের প্রেক্ষাপটে দেশ ও জাতি গঠনে স্কাউট আন্দোলনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিহার্য।
লেখক: উডব্যাজার, বাংলাদেশ স্কাউটস।
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, কুমিল্লা আইডিয়াল কলেজ












সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২