চৌদ্দগ্রাম সংবাদদাতা: কুমিল্লার চৌদ্দগ্রামে ১৬০বোতল ফেন্সিডিল'সহ সৈকত হোসেন(২২)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে চৌদ্দগ্রাম থানা পুলিশ।সে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন,মঙ্গলবার (২৮মার্চ)ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মেহেদী হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি বাজারের পাশে বিশেষ অভিযান পরিচালনা করে ১৬০ বোতল ফেন্সিডিলসহ সৈকত হোসেনকে আটক করা হয়।তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’