গ্যালারিতে
উড়ছে লাল-সবুজ পতাকা। শুরু থেকে শেষ পর্যন্ত স্বাগতিকদের উৎসাহ দিয়ে গেলেন
সমর্থকরাও। তাতে করে আরও উজ্জীবিত হয়েই মাঠে লড়াই করলেন তুহিন তরফদাররা।
সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিয়েছেন বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি
টুর্নামেন্টে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে। ফাইনালে চীনা তাইপেকে ৪২-২৮
পয়েন্টে হারিয়ে টানা তৃতীয়বার শিরোপা জিতেছে বাংলাদেশ।
টুর্নামেন্টের
ভেন্যু শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে শুরুতে চীনা তাইপে চোখে চোখ রেখে
খেলেছে। ভয়ও ধরিয়ে দিয়েছিল শুরুতে। দুবার এগিয়েও গিয়েছিল অতিথিরা। কিন্তু
তুহিন-মিজানুর-আল অমিনরা হতোদ্যম না হয়ে ম্যাচে ফিরেছেন বার বার। চীনা
তাইপে প্রথমবার ৫-৪ ও দ্বিতীয়বার ৯-৮ এ এগিয়ে যায়। দারুণভাবে ম্যাচে ফিরলে
বাংলাদেশকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক পয়েন্ট ঝুলিতে জমা
করেছে। রেইড করে আবার প্রতিপক্ষকে দারুণভাবে আটকেও পয়েন্ট নিয়েছে। তাতে খেই
হারায় তাইপে।
বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ ২০-১৪ পয়েন্টে এগিয়ে গেছে।
বিরতির পরও স্বাগতিকদের আধিপত্য বজায় ছিল। শুরুর দিকে ২৪-১৪ পয়েন্টে
তাইপেকে অল আউট করেছে লাল-সবুজ দল। শেষের দিকেও ৩৭-২১ পয়েন্টে অল আউট হয়
তাইপে। তাতে করে প্রতিপক্ষকে চেপে ধরে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে
বাংলাদেশ।