শুক্রবার ২১ নভেম্বর ২০২৫
৭ অগ্রহায়ণ ১৪৩২
আর্সেনালে বিধ্বস্ত ক্রিস্টাল প্যালেস
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ১২:০৩ এএম |




ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের দীর্ঘ অপেক্ষা চলতি মৌসুমেই হয়তো শেষ হতে চলেছে আর্সেনালের। সে সম্ভাবনা এখন রীতিমতো উজ্জ্বল। প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে তারা।
রোববার রাতে নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসকে স্বাগত জানিয়ে একহালি গোল দিলো গানাররা। ৪-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ৮ পয়েন্টের ব্যবধান তৈরি করে নিলো আর্সেনাল। ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৬৯। ২৭ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ৬১।
গানাররা আর্সেনাল শেষবার ইংলিশ প্রিমিয়ার জিতেছিল তারা ১৯ বছর আগে! সেটা গানার্সের স্বর্ণযুগ। ৩৮ ম্যাচে ৯০ পয়েন্ট পেয়ে অপরাজিত থেকে অসাধ্য সাধন করেছিলেন ফরাসি ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার।
এখন দেখার, আর্সেনালের খেতাব জয়ের দীর্ঘ অপেক্ষা চলতি মৌসুমে শেষ হয় কি না। যে সম্ভাবনা রীতিমতো উজ্জ্বল। ক্রিস্টাল প্যালেসকে বিধ্বস্ত করে শিরোপা জয়ের কাছাকাছি পৌঁছে যাচ্ছে।
ঘটনাচক্রে আর্সেনালের এখনকার ম্যানেজার মাইকেল আর্তেতা দীর্ঘদিন ম্যানসিটিতে পেপের সহকারী ছিলেন। তাই অনেকেই মনে করছেন, এবারের লড়াই গুরু-শিষ্যেরও। রোববার আর্তেতার দলের ম্যাচে নিয়ন্ত্রণ ছিল ৬৩ শতাংশ। তার ফুটবলারেরা প্রতিপক্ষ গোলে শট নিয়েছেন ১৮ বার।
যার চারটি থেকে গোল হয়েছে। জোড়া গোল করেছেন বুকায়ো সাকা। যিনি মাত্র ২১ বছর বয়সে ইংল্যান্ড জাতীয় দলের তারকা হয়ে উঠছেন। ক্রিস্টালের বিরুদ্ধেও তার খেলায় সৃষ্টিশীলতা ছিল চোখে পড়ার মতো। গোল করেন ৪৩ ও ৭৪ মিনিটে। ২৮ মিনিটে প্রথম গোল ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল মার্তিনেলির। ৫৫ মিনিটে তৃতীয় গোল গ্রানাইট শাকার।












সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২