বুড়িচং
উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষকদের
জন্য প্রশিক্ষণ কর্মশালা শনিবার অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায়
সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের প্রফেসর ডঃ
মুহাম্মদ সোলায়মান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আব্দুল
কাদির, সহকারী পরিচালক, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট
কুমিল্লা। সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন
মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি মাওলানা মোঃ আমিনুল ইসলাম, মাদ্রাসার আরবি
বিষয়ের শিক্ষক মোঃ সোলায়মান ।
উক্ত কর্মশালায় ছাত্রছাত্রীদের পড়ালেখার
মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা রাখেন মাদ্রাসার
পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ডঃ মোঃ সোলায়মান। তিনি তার বক্তব্যে
শিক্ষকদের ব্যক্তিগত দায়িত্ব, প্রতিষ্ঠানের সাথে প্রশাসন এর সাথে দায়িত্ব,
ছাত্র-ছাত্রীদের প্রতি দায়িত্ব ও কর্তব্য এবং সহকর্মীদের দায়িত্ব সম্পর্কে
বিশদ আলোচনা রাখেন।
উক্ত প্রশিক্ষণ সভায় মাদ্রাসার সহকারী অধ্যাপক
মাওলানা মোঃ মহিউদ্দিন, মাদ্রাসার সকল প্রভাষক বৃন্দ, শিক্ষকবৃন্দ ও
শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে সভার সভাপতি শিক্ষকদের কে এই
কর্মশালায় উপস্থিত থেকে প্রশিক্ষনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা
জানান এবং মাদ্রাসার উপাধ্যক্ষ আমিনুল ইসলাম এই প্রশিক্ষণের মাধ্যমে
শিক্ষকরা আগামী সময় মাদ্রাসায় যথাযথভাবে তাদের পাঠ পরিকল্পনা কার্যক্রম
সম্পন্ন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
ইসলামিয়া ফাজিল মাদ্রাসার
দুইজন ছাত্র ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ায় মাদ্রাসার সভাপতি অভিনন্দন ও
শুভেচ্ছা জানিয়ে মাদ্রাসার সকল শিক্ষকদের সহ অধ্যক্ষ মাওলানা মিজানুর
রহমানকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। খাড়াতাইয়া ইসলামিয়া ফাযিল
মাদরাসা,বুড়িচং,কুমিল্লা থেকে ২জন শিক্ষার্থী আলিম স্তরে বৃত্তি পেয়েছে।
মোঃ ফজলে রাব্বি ভূইয়া, টেলেন্টপুলে কুমিল্লা জেলায় একমাত্র ছাত্র ও
চট্টগ্রাম বিভাগে ৫ম। মোঃ সাকিবুল হোসেন, সাধারণ গ্রেডে চট্টগ্রাম বিভাগে
৫ম।