বাংলাদেশ
পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা’র উদ্যোগে গতকাল জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ যথাযথ
মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন করা হয়েছে। এ বছর দিবসের প্রতিপাদ্য
“স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির
স্বপ্নে রঙিন”-কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়
দিবসটিকে। এদিন ভোর ৬:০৩ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা করা
হয় দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম। জাতির পিতার ম্যুরালে পুস্পস্তবক অর্পণ,
কেক কেটে জাতির পিতার জন্মদিবস উদযাপন, আনন্দ র্যালি, ‘বঙ্গবন্ধুর জীবন ও
কর্ম’ - শীর্ষক আলোচনা সভার মাধ্যমে অংশগ্রহণকারীদের নিকট দিবসটির তাৎপর্য
তুলে ধরা হয়। বার্ডের পরিচালক (প্রশাসন) ড. মোহাম্মদ কামরুল হাসানের
সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্ডের
মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. আবদুল করিম। অতিথিবৃন্দের পাশাপাশি
বার্ডের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বার্ডে চলমান বিভিন্ন প্রশিক্ষণের
প্রশিক্ষণার্থীবৃন্দ এবং বার্ড মডেল স্কুলের শিক্ষার্থীবৃন্দ আলোচনা সভায়
বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোকপাত করে তাদের বক্তব্য উপস্থাপন করেন।
এছাড়াও পবিত্র কোরআন খতম, বিশেষ মুনাজাত ও প্রার্থনার ব্যবস্থা, এতিম
শিশুদের মধ্যাহ্নভোজ করানো, ভলিবল প্রতিযোগিতা এবং কর্মকর্তা-কর্মচারী,
প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক
অনুষ্ঠানের আয়োজন করা হয়।