কুমিল্লার
দাউকান্দি ইলিয়েটগঞ্জ বাজারে বৈশাখী সংগঠনের অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের
অভিযোগ উঠেছে। গত রবিবার ১২ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৬
জনের নাম উল্লেখ করে কুমিল্লার দাউদকান্দি থানার একটি অভিযোগপত্র দাখিল
করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১২/০৩/২০২৩ইং তারিখ রাতে কুমিল্লা
জেলার দাউদকান্দি থানাধীন ইলিয়েটগঞ্জ বাজারের বিশিষ্ট্য ব্যবসায়ী দোলন এর
নিমন্ত্রণে ইলয়েটগঞ্জ বাজার সংলগ্ন করিম চত্ত্বরে বাৎসরিক অনুষ্ঠানে বৈশাখী
সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। খুবই
নিরিবিল ও মনোরম এবং শান্তি প্রিয় পরিবেশে সংগঠনের শিল্পিরা অনুষ্ঠান
পরিচালনাকালে, কয়েকজন বেআইনী জনতাবদ্ধে হাতে লাঠি-সোটা ও দেশীয়
অস্ত্র-স্বস্ত্র নিয়ে অনুষ্ঠানের প্যান্ডেলের ভিতরে অনধিকার প্রবেশ করে,
বিবাদীগণ ষ্টেইজে উঠে শিল্পিদেরকে অনুষ্ঠান বন্ধ করতে বলে এবং অনুষ্ঠান
পরিচালনার জন্য স্থানীয় চেয়ারম্যান এর অনুমতি আছে কিনা বিবাদীগণ জিজ্ঞাসা
করে। চেয়ারম্যানের অনুমতি এবং ইলিয়েটগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দোলন এর
নিমন্ত্রন সাপেক্ষে অনুষ্ঠান করছি বললেও বিবাদীগণ গাল মন্দ করে
শিল্পীদেরকে এলোপাতারিভাবে কিল, ঘুষি মারে এবং লাঠি দিয়ে পিটিয়ে শরীরের
বিভিন্ন স্থানে জখম করে। এসময় তারা অনুষ্ঠানের মঞ্চে থাকা মিউজিশিয়ান
স্পীকার, মনিটর, লাটিংসহ ইত্যাদি লাঠি দিয়ে পিটিয়ে ভাংচুর করে প্রায়
৫,৩০,০০০/= (পাঁচ লক্ষ ত্রিশ হাজার) টাকার ক্ষতি সাধণ করে। এছাড়া সংগঠনের
সদস্যদের প্রাণে হত্যা করবে মর্মে ভয়-ভীতি প্রদর্শন করে। পরে দাউদকান্দি
থানার টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনা নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থলে পুলিশ আসার
পর হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়।
হামলার বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক
মোঃ হেদায়েত রসুল বলেন, বৈশাখী সামাজিক সাংস্কৃতিক ও মাদক বিরোধী সংগঠন,
কুমিল্লা এর আমি সাধারণ সম্পাদক হিসেবে দেশের বিভিন্ন জায়গায় আমি ও আমার
সংগঠনের শিল্পীদেরকে নিয়ে, যথেষ্ট কৃর্তিত্ব ও সুনামের সহিত সাংস্কৃতিক
অনুষ্ঠান করিয়া থাকি। এরই ধারাবহিকতায় কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন
ইলিয়েটগঞ্জ বাজারের বিশিষ্ট্য ব্যবসায়ী " দোলন" এর নিমন্ত্রণে ইলয়েটগঞ্জ
বাজার সংলগ্ন করিম চত্ত্বরে বাৎসরিক অনুষ্ঠানে আমি ও আমার সংগঠনের
শিল্পীবৃন্দরা অনুষ্ঠান পরিচালনাকালে, উল্লেখিত বিবাদীগণ এবং বিবাদীদের
সঙ্গীয় অজ্ঞাতনামা বিবাদীগণ বেআইনী জনতাবদ্ধে হাতে লাঠি-সোটা ও দেশীয়
অস্ত্র-স্বস্ত্র নিয়ে অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর করে এবং আমাকে ও আমার
সংগঠনের শিল্পীদের মেরে ফেলার হুমকি প্রদান করে। তদন্ত স্বাপেক্ষে আমি এ
ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।