মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২
রেকর্ড ১০৪টি ম্যাচ হবে ২০২৬ বিশ্বকাপে
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ১:০৩ এএম |




প্রথমবারের মতো ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে ৪৮ দল নিয়ে। তাই প্রচলিত ৬৪ ম্যাচের জায়গায় এখন ম্যাচের সংখ্যা আরও বাড়ছে বলে জানিয়েছে ফিফা। মঙ্গলবার রুয়ান্ডার কংগ্রেসের আগে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ম্যাচের সংখ্যা হতে যাচ্ছে রেকর্ড ১০৪টি!   
২০২৬ সংস্করণ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। নতুন ফরম্যাটে এতদিন ৩ দলের গ্রুপ নিয়ে আলোচনা চললেও জটিলতার আশঙ্কায় চার দল নিয়ে প্রতিটি গ্রুপ সাজিয়ে নতুন ফরম্যাট তৈরি করা হচ্ছে। তাতে দল বেড়ে যাওয়ায় ৮ গ্রুপের বদলে মোট গ্রুপের সংখ্যা দাঁড়াবে ১২টি।
শুরুতে ২০২৬ বিশ্বকাপে ম্যাচের সংখ্যা ৮০টি ধরে সব কিছু পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ম্যাচের সংখ্যা বাড়াতে সেটির অনুমোদন দিয়েছে ফিফার কাউন্সিল।
এতদিন প্রচলিত রীতি অনুযায়ী প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল শেষ ষোলোর টিকিট কাটতো। কিন্তু আগামী সংস্করণে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দলের সঙ্গে নকআউট পর্ব তথা শেষ ৩২- এ যাবে গ্রুপে তৃতীয় হওয়া সেরা আটটি দল।  
এখানে উল্লেখ্য, ১৯৯৮ সালের পর থেকে বিশ্বকাপ ৩২ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। তাতে গ্রুপ ছিল ৮টি এবং প্রতিটি গ্রুপে দলের সংখ্যা হতো ৪। তখন ফাইনালে উঠা দল ৭টি ম্যাচ খেলার সুযোগ পেতো। কিন্তু ২০২৬ সালে ফাইনালে উঠা দল মোট ৮ ম্যাচ খেলার সুযোগ পাবে।    
গত কাতার বিশ্বকাপে ম্যাচ হয়েছে ৬৪টি। সেটা শেষ হয়েছে ২৯ দিনে। সর্বশেষ মেক্সিকো ১৯৮৬ সালে ও যুক্তরাষ্ট্র ১৯৯৪ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল ২৪ দল নিয়ে।













সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২