দাউদকান্দি
উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে
আচরন বিধি ও আইন- শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার
সকালে উপজেলা পরিষদ মিলনাতয়নে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথির
বক্তব্য রাখেন, কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট মোঃ মোশারেফ হোসেন।
দাউদকান্দি
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির
বক্তব্য রাখেন, কুমিল্লার সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ মুঞ্জুরুল আলম,
উপজেলা নির্বাচন অফিসার আশরাফুন নাহার, দাউদকান্দি মডেল থানার অফিসার
ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঁঞা।
সভায় ৯ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ৪৪ জন সাধারন সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৬ মার্চ বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।