
আনন্দ-উল্লাস ও প্রাণের উচ্ছ্বাসে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ‘প্রথম বাংলা সম্মিলন’ শিরোনামে শনিবার (১১মার্চ) সকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় বেলুন উড়িয়ে এ আয়োজনের শুভ সূচনা করা হয়। সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উচ্চমাধ্যমিক শাখায় গিয়ে শেষ হয়।
পরে ধর্মপুরস্থ ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখায় অনুষ্ঠিত হয় মূল আয়োজন। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে দিনভর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ মনোমুগ্ধকর নানা আয়োজনে অনুষ্ঠিত হয় প্রথম বাংলা সম্মিলন। অনুষ্ঠানে ১৯৬৩-৬৪ শিক্ষা বর্ষ থেকে চলতি বছর পর্যন্ত বাংলা বিভাগের প্রায় ৫শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠে কলেজ ক্যাম্পাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রথম বাংলা সম্মিলন উদযাপন কমিটির আহবায়ক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক। এরপর মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বাংলা বিভাগের জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা প্রদান করা হয়। মরণোত্তর সম্মাননা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবদুর রউফের সম্মাননা গ্রহণ করেন শরীফুল ইসলাম। সম্মাননা প্রদান করেন দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়। বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সৈয়দ আহমাদ বাকেরের সম্মাননা গ্রহণ করেন তাঁর স্ত্রী মোহসিনা বাকের। সম্মাননা তুলে দেন রীতা চক্রবর্তী। বীর মুক্তিযোদ্ধা আনসার আহমেদের সম্মাননা গ্রহণ করেন জাকিয়া সুলতানা আইরিন। সম্মাননা তুলে দেন মোঃ মিজানুর রহমান সোহেল।
কলেজের বাংলা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষক প্রফেসর আমীর আলী চৌধুরীর সংবর্ধনা স্মারক গ্রহণ করেন সাংবাদিক আবুল কাশেম হৃদয়। 