শুক্রবার
সকালে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
উপলক্ষ্যে ভূমি কম্পন ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, বর্ণাঢ্য র্যালি আলোচনা
সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার
ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আক্তারের নেতৃত্বে এক বর্ণাঢ্য
র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি
ও আলোচনা সভায় সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় ছিলেন উপজেলা প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ। এসময় র্যালিতে
অংশ গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম, উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু, উপজেলা
প্রকৌশলী মোঃ আলিফ আহাম্মদ অক্ষর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল
মান্নান, সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল আউয়াল, সমবায় কর্মকর্তা শাহনাজ
পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা, উপজেলা ফায়ার সার্ভিসের
স্টেশন অফিসার মোঃ আতাউর রহমান সরকার, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস
সহকারী মোঃ মঞ্জুর আলম খান, হুমায়ুন কবির প্রমুখ।