বাঁচা-মরার
ম্যাচেও জ্বলে উঠলতে পারল না পিএসজি। লিওনেল মেসি-কিলিয়ান এমবাপেদের
নিদারুণ পারফরম্যান্সে আরও একবার স্বপ্নভঙ্গ প্যারিসের ক্লাবটি। তাদের
বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন
মিউনিখ।
বুধবার রাতে শেষ ষোলোর ফিরতে লেগে বায়ার্নের কাছে ২-০ গোলে
হেরেছে পিএসজি। এর আগে ক্যাম্প ন্যুতে প্রথম লেগ হেরেছিল ১-০ ব্যবধানে।
অর্থাৎ তারকা ঠাসা দল নিয়েও এই রাউন্ডের কোনো লেগেই জালের দেখা পায়নি ফরাসি
জায়ান্টরা।
পিএসজির সৌভাগ্য, আলিয়াঞ্জ অ্যারেনায় ফিরতি লেগে ৪ বা ৫
গোলে হারেনি। বায়ার্নের মাঠে তাদের পরাজয়ের ব্যবধান কমিয়ে রাখে ভিএআর
প্রযুক্তি ও অফসাইড পতাকা। তবে দ্বিতীয়ার্ধে এরিক ম্যাক্সিম চুপো-মন্টিং
এবং সার্জি জিনাব্রিকে আর থামাতে পারেনি কেউ।
গোলশূন্য ড্রয়ের পর
দ্বিতীয়ার্ধের শুরুতে অফসাইডের কারণে একটি গোল বাতিল হয় স্বাগতিকদের।
খানিকবাদেই (৬১ মিনিটে) বায়ার্নকে লিড উপহার দেন চুপো-মন্টিং। এরপর খেলায়
কিছুটা গতি বাড়ায় পিএসজি। কিন্তু এক হেড বাদে তেমন কোনো সুযোগই গড়ে তুলতে
পারেনি ক্রিস্টোফ গালতিয়ের শিষ্যরা।
গোল শোধ তো দূরের কথা; উল্টো ৮৯
মিনিটে দ্বিতীয় গোল হজম করে পিএসজি। আক্রমণে ব্যস্ত হয়ে পড়া অতিথিদের জাল
কাউন্টার অ্যাটাকে কাঁপান জিনাব্রি। এরপর শেষ বাঁশি বাজতেই চ্যাম্পিয়ন্স
লিগ থেকে বিদায় নিশ্চিত হয় লিগ ওয়ান চ্যাম্পিয়নদের। টুর্নামেন্টের সবশেষ
সাত আসরে পাঁচবারই শেষ ষোলোতে বিদায় ঘণ্টা বাজল পিএসজির। এ যাত্রায় ক্লাবের
ব্যর্থতায় ক্লাবটিতে শঙ্কায় পড়ল কোচ গালতিয়েরের ভবিষ্যত।