ইসমাইল নয়ন।।
পশুপাখি
পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার
নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন খাদ্য স্বয়ংসম্পূর্ণ। দুধ, ডিম,
মাংস উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। শেখ হাসিনার সরকার পর্যাপ্ত পুষ্টির
যোগান ও দেশের মানুষকে সবল জাতি হিসাবে গড়ে তুলতে নানামুখী পরিকল্পনা হাতে
নিয়েছে। শনিবার সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রাণিসম্পদ
প্রদর্শনী-২০২৩ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয়
সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান
এমপি এই কথা বলেন।
তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিতে বেকাররা ষাড়, গাভী
পালনে এগিয়ে এলে বেকারত্ব দূরীকরণ সম্ভব। যুব সমাজকে আত্ননির্ভরশীল করতে
হলে পশু পালন ও খামার কার্যক্রমে আরো বেশি নিয়োজিত করতে হবে। বর্তমান সরকার
মাংস ও দুধের উৎপাদনে বড় ধরণের সহায়তা করছে। করোনাকালীন সময়ে খামারীদের
উৎসাহ প্রদানে নানা ধরণের সহায়তামূলক পদক্ষেপ গ্রহন করা হয়েছে। দেশে আরো
বেশি খামার গড়ে বেকার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করার
আহৃবান জানান তিনি। "স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্য
বিষয়কে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা'র সভাপতিত্বে ও
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, ভাইস চেয়ারম্যান
মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাহমিনা হক পপি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মাওলানা মোবারক হোসাইন ও গীতা পাঠ
করেন উজ্জল চন্দ্র রায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা
প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইজমাল হাসান। উপজেলা প্রাণিসম্পদ কার্য্যালয়
ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সরকারি হাই স্কুল মাঠে অনুষ্ঠানে আরো
উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, সদর
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল হক, ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী ও
ওমর ফারুক, বিআরডিবি কর্মকর্তা কাজী শফিকুর রহমান, আনসার ও ভিডিপি
কর্মকর্তা নিলুফার ইয়াছমীনসহ প্রাণিসম্পদ কার্যালয়ের সকল সদস্য ও
খামারীবৃন্দরা। প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ মেলায় ৩০টি স্টল অংশগ্রহন করে।
এসময় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা।