বুধবার ১৬ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২
দুধ ডিম মাংস উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ -এড.আবুল হাসেম খান এমপি
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৯ এএম |


ইসমাইল নয়ন।।
পশুপাখি পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন খাদ্য স্বয়ংসম্পূর্ণ। দুধ, ডিম, মাংস উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। শেখ হাসিনার সরকার পর্যাপ্ত পুষ্টির যোগান ও দেশের মানুষকে সবল জাতি হিসাবে গড়ে তুলতে নানামুখী পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি এই কথা বলেন।
তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিতে বেকাররা ষাড়, গাভী পালনে এগিয়ে এলে বেকারত্ব দূরীকরণ সম্ভব। যুব সমাজকে আত্ননির্ভরশীল করতে হলে পশু পালন ও খামার কার্যক্রমে আরো বেশি নিয়োজিত করতে হবে। বর্তমান সরকার মাংস ও দুধের উৎপাদনে বড় ধরণের সহায়তা করছে। করোনাকালীন সময়ে খামারীদের উৎসাহ প্রদানে নানা ধরণের সহায়তামূলক পদক্ষেপ গ্রহন করা হয়েছে। দেশে আরো বেশি খামার গড়ে বেকার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করার আহৃবান জানান তিনি। "স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা'র সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাহমিনা হক পপি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মাওলানা মোবারক হোসাইন ও গীতা পাঠ করেন উজ্জল চন্দ্র রায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইজমাল হাসান। উপজেলা প্রাণিসম্পদ কার্য্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সরকারি হাই স্কুল মাঠে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল হক, ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী ও ওমর ফারুক, বিআরডিবি কর্মকর্তা কাজী শফিকুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াছমীনসহ প্রাণিসম্পদ কার্যালয়ের সকল সদস্য ও খামারীবৃন্দরা। প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ মেলায় ৩০টি স্টল অংশগ্রহন করে। এসময় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা।












সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২