জয় দিয়ে বিপিএলের সিলেট পর্ব শুরু করল রংপুর
রাইডার্স। আজ শুক্রবার সিলেট পর্বের প্রথম ম্যাচে তারা সিলেট সিক্সার্সকে ৬
উইকেটে হারিয়ে দিয়েছে। ১৮ রানে ৭ উইকেট হারানোর পর কিছু সময় লড়াই করেছিল
সিলেটের লোয়ার অর্ডার। তবে সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ১৭ রানে ৩ উইকেট
নিয়ে ম্যাচসেরা হয়েছেন আজমতুল্লাহ ওমরাজাই। চলতি আসরে ৭ ম্যাচে রংপুরের এটা
চতুর্থ জয়।
রান তাড়ায় নেমে রংপুর রাইডার্সের শুরুটা মন্দ হয়নি। দলীয় ২৭
রানে মোহাম্মদ নাঈমকে (২১ বলে ১৮) ইমাদ ওয়াসিমের তালুবন্দি করেন রেজাউর
রহমান। এরপর সিলেট অধিনায়ক মাশরাফি জোড়া আঘাত হানেন। ৯ম ওভারের পঞ্চম ও শেষ
বলে পরপর ফিরিয়ে দেন মেহেদি হাসান (১২ বলে ৮) এবং শোয়েব মালিককে (৭ বলে
৪)। কিছুটা চাপে পড়ে যাওয়া রংপুরকে টানতে থাকেন অপর ওপেনার রনি তালুকদার।
তার সঙ্গী হন মোহাম্মদ নওয়াজ। দুজনের অবিচ্ছিন্ন ২৭ রানের জুটিতে ২৬ বল
হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর রাইডার্স। রনি তালুকদার ৩৮ বলে
২টি করে চার-ছক্কায় ৪১* রানে অপরাজিত থাকেন। আর নওয়াজ অপরাজিত থাকেন ১৩ বলে
১ চার ২ ছক্কায় ১৮* রানে।
এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ
শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ৯২ রান তোলে সিলেট
স্ট্রাইকার্স। ১৮ রানেই নেই হয়ে যায় ৭ উইকেট! দলীয় ৪ রানে প্রথম উইকেট
পতনের পর টপাটপ উইকেট পড়তে থাকে। প্রথম সাত ব্যাটারের মাঝে সর্বোচ্চ ৯ রান
করেছেন নাজমুল হোসেন শান্ত! এছাড়া টম মুরস ২, তৌহিদ হৃদয় ০, জাকির হাসান
০, মুশফিকুর রহিম ০, ইমাদ ওয়াসিম ১ এবং থিসারা পেরেরা ৩ রানে আউট হন। প্রথম
১০ ওভারে সিলেট ৭ উইকেটে মাত্র ২৪ রান তোলে। যাতে অতিরিক্ত রান ছিল
পাঁচটি!
এরপর তানজিম সাকিব আর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা কিছু রান
তোলার চেষ্টা করেন। ২১ বলে ২ ছক্কায় ২১ রান করা মাশরাফিকে হাসান মাহমুদ
ফেরালে ভাঙে ৪৮ রানের ৮ম উইকেট জুটি। সেই হাসান মাহমুদের বলে বোল্ড হওয়ার
আগে ৩৬ বলে সর্বোচ্চ ৪১ রান করেন পেস বোলিং অল-রাউন্ডার তানজিম সাকিব। তার
ইনিংসে ছিল ৫টি চার এবং ২টি ছক্কা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ৯২ রান
তুলতে পেরেছে সিলেট স্ট্রাইকার্স। ৪ ওভারে ১ মেডেনসহ ১৭ রানে ৩ উইকেট
নিয়েছেন আজমতুল্লাহ ওমরাজাই। এছাড়া হাসান মাহমুদও নিয়েছেন ১২ রানে ৩টি আর
মেহেদি হসান ১২ রানে ২ উইকেট নিয়েছেন।