প্রথমবারের
মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রমীলা ক্রিকেট ম্যাচ।
মঙ্গলবার নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হল ও শেখ হাসিনা হলের শিক্ষার্থীদের
মাঝে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় শেখ হাসিনা হলকে সাত উইকেটে হারায়
ফয়জুন্নেছা হল।
দিনের আরেক খেলা অনুষ্ঠিত হয় আইন ও ব্যবস্থাপনা শিক্ষা
বিভাগের মাঝে। ‘আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ২০২৩’ এর ফাইনাল এই ম্যাচে
ব্যবস্থাপনা শিক্ষা বিভাগকে ২৯ রানে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় আইন
বিভাগ।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এ
এফ এম আবদুল মঈন বলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির,
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ
মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল নাছের এবং বাংলাদেশ
ক্রিকেট বোর্ডের সাবেক নির্বাহী সদস্য বদরুল হুদা জেনু।
এদিকে একই দিনে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় হকি টুর্নামেন্টে ঢাবিকে
হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কুবি হকি টিম। মূল খেলা গোল শূণ্য ড্র হওয়ায়
টাইব্রেকারে ঢাবিকে ৩-২ গোলে হারায় কুবি।