শুক্রবার ২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২
মহাসড়কের পাশে খাবার হোটেলে মাদক ব্যবসা, আটক ৪
মোঃ এমদাদ উল্যাহ
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১:২২ এএম আপডেট: ২৯.০৪.২০২৫ ২:০১ এএম |



 মহাসড়কের পাশে  খাবার হোটেলে মাদক  ব্যবসা, আটক ৪ কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় ‘জান্নাত হোটেল’ নামে খাবার হোটেলে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলো; পৌর এলাকার নবগ্রামের মৃত সামছুল হকের ছেলে আবদুল কাদের, লক্ষীপুরের মোঃ হাফিজের ছেলে মোঃ আরিফ, নোয়াপাড়ার ওয়াহেদ আলীর ছেলে সিয়াম হোসেন শান্ত ও খুলনার সোনাডাঙ্গার শাহজাহান হাওলাদারের ছেলে মেহেদী হাওলাদার মঈন। সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ মাহমুদুল হাসান।
র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ টিম সোমবার দিবাগত রাতে মহাসড়কের নবগ্রাম এলাকায় ‘জান্নাত হোটেল’ নামে খাবার হোটেলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১৫০ গ্রাম গাঁজা ও ১৩ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আবদুল কাদের, মোঃ আরিফ, সিয়াম হোসেন শান্ত ও মেহেদী হাওলাদার মঈনকে আটক করা হয়। 
প্রাথমিক অনুসন্ধানে র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী খাবারের হোটেলগুলোতে ট্রাকের চালক ও সহকারীদের নিকট মাদক বিক্রয় করে আসছিল। কিছু হোটেলের মালিক এবং ম্যানেজারগণ খাবার হোটেলের ব্যবসার সাথে সাথে মাদক ব্যবসার সাথেও জড়িত রয়েছে। ট্রাকের চালকেরা খাবার খাওয়া এবং বিশ্রামের জন্য খাবার হোটেল গুলোতে বিরতি নিয়ে থাকে। বিরতিকালে চালক এবং সহকারীরা হোটেলগুলো থেকে মাদকদ্রব্য ক্রয় করে এবং সেবন করে। মাদকসেবী ট্রাকের চালকরা নেশাগ্রস্থ অবস্থায় রাতে মহাসড়কে গাড়ি চালায়, যার পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে মহাসড়কে সড়ক দূর্ঘটনার হার আশংকাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। এরই প্রেক্ষিতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং অভিযান পরিচালনা করে মাদক বিক্রয়কালে অবৈধ মাদকসহ ৪ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে। 
র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান বলেন, ‘মহাসড়কের পাশে খাবার হোটেলে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে’।


















সর্বশেষ সংবাদ
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের ফাইনালে কুমিল্লা
মে দিবসে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের র‍্যালী
কুমিল্লায় বর যাত্রীর খাবার চুরি : বর ও কনে পক্ষের মধ্যে ''তুলকালাম কাণ্ড''
জিআই স্বীকৃতি পেয়েছে কুমিল্লার খাদি
দাবানলে ইসরায়েলের দখলকৃত জেরুজালেম এখনো পুড়ছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বকশিস নিয়ে সহকর্মীকে হত্যা,আরেক সহকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড
বুড়িচংয়ে আ.লীগের নেতা ও ইউপি সাবেক চেয়ারম্যান জাকির হোসেন গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ৭০ টি ঘর পেলেন কুমিল্লার বন্যা দুর্গতরা
হাজী ইয়াছিন এমপি হলে ইনশাআল্লাহ মন্ত্রী হবেন - অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
১০ মামলায় পরোয়ানাভুক্ত বুড়িচংয়ের আওয়ামী লীগ নেতা জাহের গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২