আমরা মানুষ। আমরা সমাজ ছাড়া বাস করতে পারিনা। সমাজিকভাবে বাস করার অনেক উপকারিতা ও প্রয়োজনীয়তা রয়েছে। সমাজবিজ্ঞানীদের মতে, প্রতিটা মানুষই শান্তি চায়। তারপরেও সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা তৈরি হয়। এমনকি সেটা পৌছে যায় সমাজ থেকে জাতিগত পর্যায়ে। সেক্ষেত্রে আমরাই দায়ী। যদিও এসমস্ত অশান্তি আর বিশৃঙ্খলার অনেক কারণ রয়েছে। তারমধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ অন্যতম। এসবের গভীরে রয়েছে ক্ষমতা আর অর্থের লোভনীয় আকর্ষণ। সেদিকে না আগাই। তবে আমরা চাইলেই আমাদের এই সমাজ ও রাষ্ট্রকে সুন্দর করে তুলতে পারি— সেক্ষেত্রে একটা জিনিস প্রয়োজন, সেটা হলো আত্ম-সচেতনতা। যদি আমি নিজে সচেতন হই তাহলে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। আমি চাইলে একটা পলিথিন বা কোনো ময়লা রাস্তায় না ফেলে ডাস্টবিনে ফেলতে পারি। কোনো অপরাধ ঘটলে নিজ হাতে আইন তুলে না নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ করতে পারি। কোথায় অন্যায়-অবিচার দেখলে প্রতিবাদ করতে পারি। অর্থাৎ ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ের প্রতিটা পদক্ষেপেই যদি আমরা নিজেদেরকে শুদ্ধ রাখতে পারি- তাহলে অবশ্যই পরিবর্তন আসবে। সুন্দর এবং আদর্শিক বাংলাদেশ গঠনে ব্যক্তি পরিবর্তন আবশ্যিক বলে মনে করছি।
নাজমুল হাসান জারিফ
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।