পুরস্কারের টাকা বন্যার্তদের দিয়েছে সাফজয়ীরা
|
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সাফের বয়সভিত্তিক এই আসরে প্রথম শিরোপাজয়ী দলটি আজ (বৃহস্পতিবার) দেশে ফিরেছে। এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা। এ সময় তিনি অর্থ পুরস্কার ঘোষণা করলে তা বন্যার্তদের প্রদান করতে বলেন, সাফজয়ী দলের কোচ মারুফুল হক। |